loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ইউএস ওপেন: শেষ ১৬তে ফেদেরার-জকোভিচ


ইউএস ওপেন: শেষ ১৬তে ফেদেরার-জকোভিচ

ইউএস ওপেন টেনিসের পুরুষ এককের শেষ ষোলোতে উঠেছেন দ্বিতীয় বাছাই সুইজারল্যান্ডের রজার ফেদেরার ও ষষ্ঠ বাছাই সার্বিয়ার নোভাক জকোভিচ। দু’জনই সরাসরি সেটে জয় পেয়েছেন।

এখন পর্যন্ত সবকটি ম্যাচেই সরাসরি সেটে জিতেছেন ফেদেরার - যে-ধারাবাহিকতায় তৃতীয় রাউন্ডের ম্যাচের ৩০তম ম্যাচে বাছাই অস্ট্রেলিয়ার নিক কিরগিওসের বিপক্ষে ফেভারিট ছিলেন ফেদেরার। কোর্টে সেটি প্রমাণও করেছেন তিনি।

মাত্র ১ ঘন্টা ৪৪ মিনিচ স্থায়ী ম্যাচে কিরগিওসকে ৬-৪, ৬-১ ও ৭-৫ গেমে পরাজিত করেন ফেদেরার।

ম্যাচ জয়ের পর ফেদেরার বলেন, ‘‘এমন জয় সবসময়ই আনন্দ দেয়। তবে এতো সহজে জিততে পারবো - তা ভাবিনি। এমন পারফরমেন্স পরের ম্যাচেও করতে চাই।’’

ফেদেরার মতো সহজ জয় পেলেও, ২৬তম বাছাই ফ্রান্সের রিচার্ড গ্যাসকুয়েটকে হারাতে ২ ঘন্টা ১১ মিনিট সময় নিয়েছেন জকোভিচ। প্রথম সেট ৬-২ গেমে জিতেন জকোভিচ। পরের দুই সেট ৬-৩ ও ৬-৩ গেমে জয় পান জকোভিচ।

- সূত্র: খেলাধুলা-বিষয়ক ওয়েবসাইট

Loading...