loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

প্রথম গ্র্যান্ড স্ল্যাম ট্রফি জিতলেন নাওমি ওসাকা


প্রথম গ্র্যান্ড স্ল্যাম ট্রফি জিতলেন নাওমি ওসাকা

২৪তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জেতা হলো না সেরেনা উইলিয়ামসের। প্রথম জাপানি তারকা হিসেবে নাওমি ওসাকা ঘরে তুললেন প্রথম গ্র্যান্ড স্ল্যাম ট্রফি। তবে সবকিছু ছাপিয়ে আম্পায়ারকে ‘মিথ্যাবাদী ও চোর’ বলা সেরেনা অভিযোগ করলেন, তিনি গ্লোবাল আইকন হয়েও বৈষম্যের শিকার। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

শনিবার (৮ সেপ্টেম্বর) আর্থার অ্যাশ স্টেডিয়ামে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ওপেন টেনিসের ফাইনালে সেরেনাকে ৬-২ ও ৬-৪ সেটে হারান ওসাকা। প্রথম সেট হেরে গিয়ে মেজাজ হারিয়ে সেরেনা এক পর্যায়ে র‍্যাকেট ছুড়ে মারেন মাটিতে। বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন চেয়ার আম্পায়ার কার্লোস রামোসের সাথে। বাধ্য হয়েই নাওমিকে এক গেম পেনাল্টি দেন আম্পায়ার। ফলে ৫-৩ গেমে এগিয়ে যান নাওমি। 

কোচের সঙ্গে আলাপচারিতায় নিয়ম ভাঙার অভিযোগের পরে সেরেনা কোর্টে র‍্যাকেট আছড়ে মারেন। আর পেনাল্টি দেয়াতেই রাগে-ক্ষোভে তাঁকে মিথ্যাবাদী ও চোর বলেন সেরেনা। আম্পায়ারকে তাঁর কাছে ক্ষমাও চাইতে বলেছেন এই মার্কিন টেনিস তাঁরকা।

যাহোক, ম্যাচে কোনো ধরনের প্রতারণার কথা অস্বীকার করে সেরেনা জানান, তাঁর কোচ প্যাট্রিক মোউরাটোগলোউ তাঁকে ম্যাচের মাঝে কোচিং করায়নি। তাঁরা কোনো ধরনের সংকেত নিয়ে আলোচনা করেনি।

উত্তেজনাকর এক-একটি মুহূর্তে দিয়েই শেষ হলো এবারের যুক্তরাষ্ট্র ওপেনে নারী-এককের ফাইনালটি।

Loading...