loader image for Bangladeshinfo

ব্রেকিং নিউজ

  • নির্বাচনকালীন সরকারে থাকছেন না টেকনোক্র্যাট চার মন্ত্রী

  • ভোটের তারিখ পেছানোর আর কোনো সুযোগ নেই: সিইসি

  • রেকর্ড গড়ে মুশফিকুর রহিমের দ্বিশতরান

  • এসি মিলানকে হারালো ইউভেন্টাস

দুই দশক পরে দেশে এলেন ‘বেদের মেয়ে জোছনা’


দুই দশক পরে দেশে এলেন ‘বেদের মেয়ে জোছনা’

প্রায় ২২ বছর পরে দেশে ফিরেছেন ‘বেদের মেয়ে জোছনা’খ্যাত অভিনেত্রী অঞ্জু ঘোষ। রোববার (৯ সেপ্টেম্বর) বিকেলে তিনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-তে এসেছিলেন। সেখানেই দীর্ঘ বছর পরে দেখা হয় অভিনেতা ইলিয়াস কাঞ্চনের সঙ্গে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

‎তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘বেদের মেয়ে জোছনা’ সিনেমাটি মুক্তি পেয়েছিলো ১৯৮৯ সালে। ছবিটি তুমুল জনপ্রিয়তা এনে দেয় ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষকে।

সূত্র মতে, ঢালিউডের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যবসা-সফল ছবি এটি। এই ছবির মাধ্যমেই জনপ্রিয়তার শীর্ষে চলে আসেন কাঞ্চন-অঞ্জু জুটি। দুজনের মধ্যে গড়ে উঠে বন্ধুত্বও। সেদিন দুজনের দেখা হওয়ায় তাঁরা মেতে উঠেছিলেন অনেক মধুর স্মৃতিচারণে।

রোববার বিএফডিসিতে সংবর্ধনা দেওয়া হয় অঞ্জুকে। এতে উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, আহমেদ শরীফ, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়িকা অঞ্জনাসহ অনেকেই।

জানা গেছে সোমবার (১০ সেপ্টেম্বর) অঞ্জু ভারতে ফিরে যাবেন। ‘জোছনা কেনো পরবাসী’ শিরোনামে একটি চলচ্চিত্র নির্মাণের সম্ভাবনার কথাও শোনা গেছে বিএফডিসি প্রাঙ্গণে।

Loading...