loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে তথ্য ও সেবা পৌঁছাতে ৯৯৯’র কর্মশালা


প্রান্তিক জনগোষ্ঠীর কাছে তথ্য ও সেবা পৌঁছাতে ৯৯৯’র কর্মশালা

সামাজিক যোগাযোগ-মাধ্যম ফেইসবুক ব্যবহার করে প্রান্তিক-জনগোষ্ঠীর মধ্যে ন্যাশনাল ইমার্জেন্সি হেল্পলাইন ৯৯৯-এর সেবা সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে ‘কমিউনিটি সেফটি অ্যাওয়ার্নেস’ শীর্ষক দুইদিনের একটি কর্মাশালার আয়োজন করা হয়েছে। রোববার (৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)’র কেন্দ্রীয় নির্দেশনা ও নিয়ন্ত্রণ ভবনে ৯৯৯-এর কনফারেন্স রুমে ক্রাইম রিসার্চ এন্ড অ্যানালাইসিস ফাউন্ডেশন-এর সহযোগিতায় এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ৯৯৯-এর কার্যালয়ে কর্তব্যরত পুলিশ সুপার (এসপি) তবারক উল্লাহ। অনুষ্ঠানে তিনি বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯’র কার্যক্রম সম্পর্কে এখনও অনেক মানুষই অজ্ঞ। তাঁরা জানেনই না যে - জরুরি-সেবা বলতে কী বলা হচ্ছে বা এখানে ফোন করে তাঁরা কি সেবা নিতে পারবেন। তাই প্রান্তিক পর্যায়ের সেইসব জনগোষ্ঠীর কাছে সঠিক তথ্য পৌছে দিতে চাই।

তিনি আরো বলেন, এই কর্মশালায় ফেসবুকের বিভিন্ন গ্রুপ এবং পেইজের এডমিন, অনলাইন অ্যাকটিভিস্টরা সারাদেশের মানুষের কাছে ৯৯৯’র সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য পৌঁছে দিতে সহায়তা করবে।

অনুষ্ঠানে ক্রাফের সভাপতি জেনিফার আলম বলেন, বর্তমান সময়ে ফেইসবুকের বিভিন্ন গ্রুপ ও পেইজ থেকে মানুষ প্রতারণাসহ বিভিন্নভাবে হ্যারাজমেন্টের শিকার হচ্ছে - যা থেকে প্রতিকার পেতে আপনারা ৯৯৯’র সেবা গ্রহণ করতে পারেন। 

কর্মশালার প্রথমদিনে নারীদের নিয়ে ফেইসবুকের বিভিন্ন গ্রুপ ও পেইজের অ্যাডমিন, অনলাইন অ্যাকটিভিস্ট এবং সাইবার ক্রাইমের শিকার ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন। এ-দিন ৯৯৯-এর বিভিন্ন সেবাসহ সাইবার জগতে সংঘটিত অপরাধসমূহ ও তা থেকে প্রতিকারের উপায়, নিজেদের ফেইসবুক আইডিসহ অনলাইন আইডিগুলো কিভাবে নিরাপদ রাখা যায় এবং সাইবার আইন সম্পর্কে সকলকে সচেতন করা হয়।

কর্মশালায় আইনি বিষয়গুলো নিয়ে কথা বলেন, ক্রাফের লিগ্যাল এডভাইজার সাইয়েদা ফেরদৌস আহমেদ। টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বলেন ক্রাফের এক্সিকিউটিভ আইটি এনালিস্ট সিয়াম বিন শওকত এবং ৯৯৯-এর সেবা ও বিভিন্ন কার্যক্রম নিয়ে কথা বলেন এখানকার প্রশিক্ষক এনএম অনিক খান।

এ-সময় আরো উপস্থিত ছিলেন, ৯৯৯-এর আইটি বিষয়ক প্রশিক্ষক ইশরাক হাসান নাবিল, ক্রাফের এক্সিকিউটিভ আ্যডমিন আয়েশা সিদ্দিকাসহ ক্রাফ এবং ৯৯৯-এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

- সংবাদ বিজ্ঞপ্তি

Loading...