loader image for Bangladeshinfo

শিরোনাম

  • আর্সেনালকে বিদায় করে সেমিতে বায়ার্ন

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

চুয়েটে ১৬তম ‘বিশ্ববিদ্যালয় দিবস’ পালিত


চুয়েটে ১৬তম ‘বিশ্ববিদ্যালয় দিবস’ পালিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ উৎসবমুখর পরিবেশে ১৬তম ‘বিশ্ববিদ্যালয় দিবস’ উদযাপিত হয়েছে। এ-উপলক্ষে সোমবার (১০ সেপ্টেম্বর), চুয়েট প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি আনন্দর‌্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ-সময় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ রঙ-বেরঙের ব্যানার-ফেস্টুন সহযোগে র‌্যালিতে অংশগ্রহণ করেন। 

পরে চুয়েট মেডিকেল সেন্টারে রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ, প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন শেষে বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানমালা উদ্বোধন করেন চুয়েট উপাচার্য। 

দুপুর ১২টায় কেন্দ্রীয় মিলনায়তনে ১৬তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির সভাপতি এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়েট উপাচার্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. রণজিৎ কুমার সূত্রধর, পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আব্দুর রহমান ভূইয়াঁ, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কৌশিক দেব এবং ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। 

এবারের বিশ্ববিদ্যালয় দিবসের প্রতিপাদ্য ছিলো- ‘‘Role of Engineering for Sustainable Development”। এতে রিসোর্স পারসন হিসেবে এই বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ। 

উল্লেখ্য, ২০০৩ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি (বিআইটি), চট্টগ্রাম থেকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর যাত্রা শুরু হয়। এর আগে ১ সেপ্টেম্বর উদযাপিত হলেও চলতি বছর দিনটিতে সাপ্তাহিক ছুটি থাকায় ১ সেপ্টেম্বরের বদলে ১০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়েছে। 

- সংবাদ বিজ্ঞপ্তি

Loading...