loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

২০৪১ সাল নাগাদ নয় হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির পরিকল্পনা


২০৪১ সাল নাগাদ নয় হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির পরিকল্পনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদ্যুতের বাড়তি চাহিদা পূরণের জন্য ২০৪১ সাল নাগাদ বাংলাদেশ প্রতিবেশী দেশগুলো থেকে নয় হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির পরিকল্পনা করেছে এবং আশা করছে এই প্রক্রিয়ায় ভারত তাঁদের পাশে থাকবে। শেখ হাসিনা সোমবার (১০ সেপ্টেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একযোগে বিদ্যুৎ ও রেল-যোগাযোগের তিনটি প্রকল্প উদ্বোধনকালে প্রদত্ত ভাষণে এ-কথা বলেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

উদ্বোধন করা প্রকল্পগুলো হচ্ছে - কুষ্টিয়ার ভেড়ামারায় নবনির্মিত ৫শ’ মেগাওয়াট এইচভিডিসি (দ্বিতীয় ব্লক) প্রকল্পের নির্মাণ কাজ, বাংলাদেশ রেলওয়ের কুলাউড়া-শাহবাজপুর সেকশন পুনর্বাসন ও আখাউড়া-আগরতলা ডুয়াল গেজ রেল-সংযোগ নির্মাণ (বাংলাদেশ অংশ)।

প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লীস্থ তাঁর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করেন। ভারতের পররাষ্ট্র-বিষয়ক মন্ত্রী সুষমা স্বরাজ এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী অনুষ্ঠানে বক্তৃতা করেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতা থেকে এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আগরতলা থেকে অনুষ্ঠানে বক্তৃতা করেন।

ই-সুইচ টিপে দুই প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী একযোগে প্রকল্প তিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আইনমন্ত্রী আনিসুল হক, রেলপথ মন্ত্রী মুজিবুল হক, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, আন্তর্জাতিক-বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী ও জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ-বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, মুখ্য সচিব মো. নজিবুর রহমান, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এবং ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রীংলা এ-সময় অন্যান্যের মধ্যে গণভবনে উপস্থিত ছিলেন।

বাংলাদেশের উন্নয়ন-অন্বেষায় সহযোগিতার জন্য শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান। শেখ হাসিনা বাংলাদেশ-ভারত বন্ধুত্ব চিরস্থায়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

Loading...