loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

শেষ টেস্টেও শতরান করলেন অ্যালিস্টার কুক


শেষ টেস্টেও শতরান করলেন অ্যালিস্টার কুক

বিশ্ব ক্রিকেটে পঞ্চম ও ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে অভিষেক ও ক্যারিয়ারের শেষ টেস্টে শতরান করার কৃতিত্ব দেখালেন অ্যালিস্টার কুক। ওভালে ভারতের বিপক্ষে সোমবার (১০ সেপ্টেম্বর) ১৪৭ রানের অসাধারণ এক ইনিংস উপহার দিয়ে কুক এই সাফল্য অর্জন করেছেন। এটিই তাঁর ক্যারিয়ারের শেষ টেস্ট। 

৩৩ বছর বয়সী এই ইংলিশ ওপেনার ইতোমধ্যে ইংল্যান্ডের সর্বোচ্চ টেস্ট রান-সংগ্রাহক হিসেবে রেকর্ড বইতে নিজের নাম লিখিয়েছেন। 

ভারতের বিপক্ষে পঞ্চম টেস্টের চতুর্থ দিনে তিনি অবশ্য স্বাভাবিকভাবে সেঞ্চুরি পূরণ করেননি। স্ট্রাইকে থাকা অবস্থায় এক রান নেবার পরে জাসপ্রিত বুমরাহর ওভার থ্রোতে বাউন্ডারি হয়ে গেলে কুকের নামের পাশে পাঁচ রান যোগ হয়। এতেই তাঁর সেঞ্চুরি পূর্ণ হয়। 

ইংলিশ অধিনায়ক জো রুটকে সাথে নিয়ে কুক তৃতীয় উইকেটে ২৫৯ রানের জুটি গড়ে তোলেন। কিন্তু ১২৫ রানে রুটের আউটের এক বল পরেই পার্ট-টাইম স্পিনার হানুমা ভিহারির বলে কট বিহাইন্ড হয়ে কুক সাজঘরে ফেরেন। তখন দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর ছিলো চার উইকেটে ৩২১, লিড ছিল ৩৬১ রানের। প্রায় সাড়ে ছয় ঘন্টা ব্যাটিংয়ে থেকে কুক ২৮৬ বলে ১৪টি বাউন্ডারি হাঁকিয়েছেন।

এই ম্যাচের পরে এসেক্সের এই বাঁ-হাতি ওপেনার আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন। 

২০০০ সালে ভারতের মোহাম্মদ আজহারউদ্দিনের পরে প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে প্রথম ও শেষ ম্যাচে সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করলে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কুক।

ক্যারিয়ারের প্রথম ও শেষ টেস্টে শতরান করা ব্যাটসম্যানের তালিকা :

রেগি ডাফ (অস্ট্রেলিয়া)
অভিষেক টেস্ট: অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, মেলবোর্ন ১৯০২, ৩২ ও ১০৪ রান
শেষ টেস্ট: ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, ওভাল, ১৯০৫, ১৪৬ রান (দ্বিতীয় ইনিংসে ব্যাট করেননি)

বিল পোনসফোর্ড (অস্ট্রেলিয়া)
অভিষেক টেস্ট: অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, সিডনি ১৯২৪, ১১০ ও ২৭ রান
শেষ টেস্ট: ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, ওভাল ১৯৩৪, ২৬৬ ও ২২ রান

গ্রেগ চ্যাপেল (অস্ট্রেলিয়া)
অভিষেক টেস্ট: অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, পার্থ ১৯৭০, ১০৮ রান (দ্বিতীয় ইনিংসে ব্যাট করেননি)
শেষ টেস্ট: অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান, সিডনি ১৯৮৪, ১৮২ রান (দ্বিতীয় ইনিংসে ব্যাট করেননি)

মোহাম্মদ আজহারউদ্দিন (ভারত)

অভিষেক টেস্ট: ভারত বনাম ইংল্যান্ড, কলকাতা ১৯৮৪/৮৫, ১১০ রান (দ্বিতীয় ইনিংসে ব্যাট করেননি)
শেষ টেস্ট: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ব্যাঙ্গালুরু ২০০০, ৯ ও ১০২ রান

অ্যালিস্টার কুক (ইংল্যান্ড )

অভিষেক টেস্ট: ভারত বনাম ইংল্যান্ড, নাগপুর ২০০৬, ৬০ ও ১০৪* রান
শেষ টেস্ট: ইংল্যান্ড বনাম ভারত, ওভাল ২০১৮, ৭১ ও ১৪৭ রান।

- সূত্র: খেলাধুলা-বিষয়ক ওয়েবসাইট

Loading...