loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

লজিটেক-এক্সেল অংশীদারিত্বে বাংলাদেশে অত্যাধুনিক প্রযুক্তি-পণ্য


লজিটেক-এক্সেল অংশীদারিত্বে বাংলাদেশে অত্যাধুনিক প্রযুক্তি-পণ্য

বিশ্বখ্যাত কম্পিউটার এক্সেসরিস, পেরিফেরালন্স, গেমিং ও ভিডিও কনফারেন্সিং ইক্যুইপমেন্ট নির্মাতা প্রতিষ্ঠান লজিটেক সম্প্রতি বাংলাদেশে এক্সেল টেকনোলজিস লিমিটেড-কে তাদের পরিবেশক নিযুক্ত করেছে। 

এ-উপলক্ষে সম্প্রতি ঢাকা ক্লাবের স্যামসন এইচ. চৌধুরী সেন্টারে লজিটেক-এর কাটিংএজ প্রডাক্টসহ অন্যান্য ক্যাটাগরির পণ্য অবমুক্তকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে লজিটেক-এর ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সুমন্ত দত্ত, বাংলাদেশ কম্পিউটার সমিতি’র সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার ও এক্সেল টেকনোলজিস লি.-এর ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা বক্তব্য দেন। 

এতে লজিটেক-এর ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ক্লাস্টার ক্যাটাগরি হেড অশোক জাংরা লজিটেক-এর প্রডাক্ট রেঞ্জের বিস্তারিত বর্ণনা উপস্থাপন করেন। এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার লজিটেক-এর রিজিওনাল মার্কেটিং ম্যানেজার রিত্তিক কবিরাজ, বাংলাদেশে লজিটেক-এর চ্যানেল ম্যানেজার মো. তারেকুল হক নিপু এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি ও বাক্কো-এর কার্যনির্বাহী কমিটির পরিচালকবৃন্দসহ ঢাকা ও সারাদেশ থেকে আগত তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি ব্যবসা ও শিল্পের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সুমন্ত দত্ত বলেন, এক্সেল টেকনোলজিস লিমিটেড-কে পরিবেশক হিসেবে নিযুক্ত করে লজিটেক অন্যতম অংশীদার হিসেবে ‘ডিজিটাল বাংলাদেশ’ কর্মসূচি বাস্তবায়নে অধিকতর অবদান রাখতে পারবে। এক্ষেত্রে, বিশেষ করে লজিটেক-এর অত্যাধুনিক ভিডিও কনফারেন্সিং সিস্টেম অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। 

ইঞ্জিনিয়ার সুব্রত সরকার তাঁর বলেন, লজিটেক-এক্সেল পার্টনারশিপের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবসা-বাণিজ্যে এক নবদিগন্ত উন্মোচিত হলো। আমরা এই পার্টনারশিপকে অভিনন্দন জানাই, তাঁদের সফলতা কামনা করি। 

অনুষ্ঠানে সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে গৌতম সাহা বলেন, অন্যান্য প্রডাক্টের মতো লজিটেক প্রডাক্টও দেশব্যাপী বিস্তৃত চ্যানেলের মাধ্যমে ছড়িয়ে দিতে আমরা বদ্ধপরিকর। এ-ব্যাপারে বরাবরের মত আমাদের উইন-উইন নীতি এবং চ্যানেল পার্টনারসহ প্রান্তিক ব্যবহারকারীদের স্বার্থ সংরক্ষণ ব্যবস্থা অব্যাহত থাকবে।

বক্তব্য পর্বশেষে বিশ্ববরেণ্য যাদুশিল্পী জুয়েল আইচ মনমুগ্ধকর জাদু প্রদর্শনীর মাধ্যমে লজিটেক-এর কাটিং-এজ পণ্যসমূহ অবমুক্ত করেন।

- সংবাদ বিজ্ঞপ্তি 

Loading...