loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

নারায়ণগঞ্জ, সাভার ও গাজীপুরে উবার চালু


নারায়ণগঞ্জ, সাভার ও গাজীপুরে উবার চালু

প্রথমবারের মতো ঢাকার বাইরে সেবা সম্প্রসারণ করতে যাচ্ছে গাড়ি ও বাইকে যাত্রী সেবাদানকারী প্রতিষ্ঠান উবার। এতোদিন এই সেবা শুধু ঢাকা মহানগরীতে সীমাবদ্ধ ছিলো। তবে গ্রাহক-চাহিদা থাকায় মহানগরীর পার্শ্ববর্তী এলাকা ও শহরগুলোতে সেবা চালু করতে যাচ্ছে উবার। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ঢাকা শহরের বাইরে (নারায়ণগঞ্জ, সাভার বা গাজীপুর) যাওয়ার প্রয়োজন হলে ব্যবহার করা যাবে উবার ইন্টারসিটি। ইন্টারসিটি রাইড শেয়ারিংয়ের মাধ্যমে যাত্রীরা এই সেবা ব্যবহার করতে পারবেন ১০ ঘণ্টা পর্যন্ত। 

ওয়ানওয়ে ট্রিপের ক্ষেত্রে যদি ট্রিপটি ঢাকার সেবা-পরিধির বাইরে শেষ হয় তাহলে স্বয়ংক্রিয়ভাবে ফিরতি-ভাড়া যোগ হয়ে যাবে। ফিরতি-ভাড়া ঢাকার বাইরে ভ্রমণকৃত দূরত্ব অনুযায়ী নির্ধারণ করা হবে। তবে রাউন্ড ট্রিপের ক্ষেত্রে পুরো ট্রিপের দূরত্ব এবং অতিবাহিত সময় অনুযায়ী ভাড়া নির্ধারণ হবে। 

জানা গেছে, উবার ইন্টারসিটির সর্বনিম্ন ভাড়া ৪৯৯ টাকা। প্রতি মিনিটে সেবা-মূল্য তিন টাকা। প্রতি কি.মি. চার্জ ২২ টাকা এবং ক্যান্সেলেশন ফি ৫০ টাকা।

Loading...