loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

লেবাননকেও উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা


লেবাননকেও উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

এএফসি অনুর্ধ্ব-১৬ থাইল্যান্ড ২০১৯ বাছাইপর্বের ম্যাচে লেবাননের বিপক্ষে ৮-০ গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। এ-নিয়ে টানা দুই ম্যাচে বড় জয় তুলে নিল মণিকা-আনুচিংরা। সেই সঙ্গে ছয় পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে থেকে শীর্ষে আছে স্বাগতিকরা।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমার্ধ বাংলাদেশ ৫-০ গোলে এগিয়ে ছিলো। বিরতির পরে প্রতিপক্ষের জালে আরও তিনটি গোল দিয়ে বড় জয় নিশ্চিত করে স্বাগতিকরা। তহুরা খাতুন, সাজেদা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র জোড়া গোল করেন। বাকি দুই গোল করেন আনাই মোগিনি ও রোজিনা আক্তার।

এই লেবাননকেই কঠিন দল হিসেবে ভাবা হয়েছিলো ম্যাচের আগে। কেননা বাহরাইনের বিপক্ষে বাংলাদেশের মতো তাঁরাও বড় ব্যবধানে জয় পেয়েছিলো।

দু’দিন আগে আগে বাহরাইনকে ১০-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছিলো গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। 

২১ সেপ্টেম্বর ‘এফ’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশের কিশোরীরা। এরপরে ২৩ সেপ্টেম্বর লড়বে ভিয়েতনামের বিপক্ষে।

Loading...