loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

হেসে-খেলেই পাকিস্তানকে হারালো ভারত


হেসে-খেলেই পাকিস্তানকে হারালো ভারত

এশিয়া কাপ ক্রিকেট ২০১৮: ভারত বনাম পাকিস্তান
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ৪৩.১ ওভারে ১৬২ (ইমাম ২, ফখর ০, বাবর ৪৭, মালিক ৪৩, সারফারাজ ৬, আসিফ ৯, শাদাব ৮, ফাহিম ২১, আমির ১৮*, হাসান ১, উসমান ০; ভুবনেশ্বর ৩/১৫, বুমরাহ ২/২৩, পান্ডিয়া ০/২৪, চাহাল ০/৩৪, কুলদিপ ১/৩৭, রাইডু ০/০, কেদার ৩/২৩)
ভারত: ২৯ ওভারে ১৬৪ (রোহিত ৫২, ধাওয়ান ৪৬, রাইডু ৩১*, কার্তিক ৩১*; আমির ০/২৩, উসমান ০/২৭, হাসান ০/৩৩, ফাহিম ১/৩১, সাদাব ১/৬, ফখর ০/২৫, মালিক ০/১৯)
ফলাফল: ভারত আট উইকেটে জয়ী।

গত বছর চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে ১৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জয় করেছিলো পাকিস্তান। সেই ম্যাচের পরে চলতি এশিয়া কাপ ক্রিকেটে বুধবার (১৯ সেপ্টেম্বর) আবারও মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটি। এবার আট উইকেটের বড় জয় তুলে নিয়েছে ভারত।

ভারতের বোলারদের সামনে পাকিস্তানের ইনিংস গুটিয়ে গেছে মাত্র ১৬২ রানে। আগেই সুপার ফোর নিশ্চিত হলেও ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে ছিলো বিশেষ আকর্ষণ- যা সব সময়ই থাকে। তবে বুধবার ভারতীয় বোলারদের সামনে ম্যাচ পুরোপুরি নিষ্প্রভ হয়ে যায়।

বেশ কিছুদিন আগেই ভারত-পাকিস্তান ম্যাচের টিকেট শেষ হয়ে গেলেও দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ম্যাচে দর্শকের উপস্থিতি ছিলো না তেমন। 

টসে জিতে পাকিস্তান ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শুরুতেই জোড়া ধাক্কা দেয় ভারতের বোলাররা। মাত্র তিন রানেই পাকিস্তান দুই উইকেট হারায়। তৃতীয় ওভারে ভুবনেশ্বর কুমারের শর্ট লেংথ বল ইমাম উল হকের (২) ব্যাটে ছোঁয়া লেগে ধরা পড়ে উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনির হাতে। আরেক ওপেনার ফখর জামানও ফেরেন ভুবনেশ্বরের পরের ওভারে। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে সেঞ্চুরি করা পাকিস্তানের এই নায়ক এদিন রানের খাতাই খুলতে পারেননি।

তৃতীয় উইকেটে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন বাবর আজম ও শোয়েব মালিক। কিন্তু বাবর কুলদীপ যাদবের বলে বোল্ড হয়ে ফিরলে ৮২ রানের জুটি ভাঙে। ৬২ বলে ৬ চারে ৪৭ রান করে ফেরেন বাবর। এরপর ধারাবাহিকভাবেই পড়তে থাকে পাকিস্তানের উইকেট। কেদার যাদবের বলে অধিনায়ক সরফরাজ আহমেদ মাত্র ছয় রানেই ফিরে যান। এরপরই ৪৩ রানে রান আউট হন শোয়েব মালিক।

শেষ দিকে ব্যাট হাতে নামা পেসার মোহাম্মদ আমির ও ফাহিম আশরাফের ৩৭ রানের অষ্টম উইকেট জুটিতে পাকিস্তান ১৫০ রান ছাড়াতে সক্ষম হয়। অবশেষে ৪৩.১ ওভারে ১৬২ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। ফাহিম ২১ ও আমির ১৮ (অপরাজিত) রান করেন।

ভারতের ভুবনেশ্বর তিন উইকেট নেন। জাসপ্রিত বুমরাহ দুইটি ও কুলদীপ পেয়েছেন একটি উইকেট।

ছোট লক্ষ্যে খেলতে নেমে ভারতের উদ্বোধনী জুটিতে রোহিত শর্মা ও শিখর ধাওয়ান ৮৬ রান যোগ করেন। ম্যাচ তখনই অনেকটা ভারতের হয়ে যায়। অধিনায়ক রোহিত খেলেন ৩৯ বলে ৫২ রানের ইনিংস। শাদাব খানের বলে আউট হয়ে ফেরার আগে রোহিতের ব্যাট থেকে আসে ছয়টি চার ও তিনটি ছক্কার মার।

আরেক ওপেনার ধাওয়ান আউট হন ৪৬ রানে। তাঁর ফিরে যাওয়ার পরে আম্বাতি রাইডু ও দিনেশ কার্তিক উভয়েই ৩১ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন।

Loading...