loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

চ্যাম্পিয়ন্স লিগ: রোনাল্ডোর লালকার্ড সত্ত্বেও জুভেন্টাসের জয়


চ্যাম্পিয়ন্স লিগ: রোনাল্ডোর লালকার্ড সত্ত্বেও জুভেন্টাসের জয়

জুভেন্টাসের হয়ে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের অভিষেক-ম্যাচটা স্মরণীয় করে রাখতে পারলেন না ক্রিস্টিয়ানো রোনাল্ডো। লালকার্ড পাওয়ার তিক্ত অভিজ্ঞতা নিয়ে পর্তুগিজ এই সুপারস্টারকে মাঠ ত্যাগ করতে হয়েছে। যদিও ১০জনের দল নিয়েই ভ্যালেন্সিয়ার বিপক্ষে বুধবার (১৯ সেপ্টেম্বর) ২-০ গোলের নাটকীয় এক জয় পেয়েছে ইটালিয়ান চ্যাম্পিয়নরা। স্পট কিক থেকে দুটি গোলই করেছেন মিডফিল্ডার মিরালাম পিয়ানিচ।

ভ্যালেন্সিয়ার কলম্বিয়ান ডিফেন্ডার জেইসন মুরিলোর সাথে বিতর্কের জেরে মাত্র ২৯ মিনিটেই লাল কার্ড দেখে মাঠ-ত্যাগে বাধ্য হন রিয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড রোনাল্ডো। ফলে চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের হয়ে বহুল প্রত্যাশিত শুরুটা ভাল হলোনা সিআর সেভেনের। 

জার্মান রেফারি ফেলিক্স ব্রিচ তাঁর সহকারীদের সাথে ঘটনাটি নিয়ে কিছুক্ষণ আলোচনার পরে রোনাল্ডোকে সরাসরি লাল কার্ড দেখান। মুরিলোর চুল ধরে টানান অপরাধে রোনাল্ডোকে লাল কার্ড দেখানো হয়েছে।

৩৩ বছর বয়সী রোনাল্ডো এই সিদ্ধান্তে বেশ হতাশ হয়ে আবেগতাড়িত হয়ে মাঠ ত্যাগ করেন। এর ফলে এক ম্যাচ নিষিদ্ধ হতে যাচ্ছেন রোনাল্ডো। ইউয়েফা যদি শাস্তির মেয়াদ আরো বাড়ায় তাহলে অক্টোবরে নিজের পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে তাঁর খেলা হচ্ছেনা। 

চ্যাম্পিয়ন্স লিগে এ-পর্যন্ত খেলা ১৫৪টি ম্যাচে এটাই রোনাল্ডোর প্রথম লালকার্ড। এই নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের সবচেয়ে বেশি (২৬) লালকার্ডের অভিজ্ঞতা হলো।

রোনাল্ডোর উপিস্থিতিতে জুভেন্টাস ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ আসরে ২২ বছরের শিরোপা খরা কাটিয়ে সাফল্যের আশায় মাঠে নেমেছিলো। যদিও রোনাল্ডোকে ছাড়াও ম্যাচ বের করে নিতে খুব একটা কষ্ট হয়নি জুভেন্টাসের। দুই অর্ধে পাজিনিচের দুটি স্পট কিক থেকে করা গোলে তাঁদের জয় নিশ্চিত হয়েছে। দিনশেষে তিন পয়েন্ট নিয়ে ঘরে ফেরায় স্বস্তি ফিরে এসেছে জুভ-শিবিরে।

রোনাল্ডোর মাঠ-ত্যাগের আগে মারিও মান্দজুকিচ, সামি খেদিরা ব্লেইস মাতৌদি বেশ কিছু সুযোগ হাতছাড়া করেছেন। রোনাল্ডোর ঘটনায় অবশ্য মাসিমিলিয়ানো আলেগ্রির দল কোনো হইচই করেনি। 

মেস্টালার প্রতিকূল পরিবেশে পিয়ানিচও ঠান্ডা মাথায় দলকে এগিয়ে দিতে ভুল করেননি। ডি বক্সের ভিতর হুয়াও কানসেলোকে একটি চ্যালেঞ্জ করায় ড্যানিয়েল পারেজোর বিপক্ষে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। এর আগে কানসেলোর একটি জোড়ালো শট ক্রসবারের উপর দিয়ে বাইরে চলে যায়। ৪৫ মিনিটে স্পট কিক থেকে জুভেন্টাসকে এগিয়ে দেন বসনিয়া-হার্জেগোভেনিয়ার ২৮ বছর বয়সী পিয়ানিচ।

বিরতির ছয় মিনিট পরে জর্জিও কিয়েলিনিকে ফাউলের অপরাধে মুরিলোর বিপক্ষে পেনাল্টির নির্দেশ দেন ব্রিচ। এবারো পিয়ানিচের উপরই আস্থা রেখেছিলেন আলেগ্রি। কোচের আস্থার প্রতিদানও দিয়েছেন তিনি। এই প্রথম পিয়ানিচ জুভেন্টাসের হয়ে দুই গোল করলেন। যদিও স্টপেজ টাইমে পাজেরোর স্পট কিক রুখে দিয়ে স্বাগতিক-দর্শকদের আরো হতাশ করেছেন জুভ- গোলরক্ষক উজচিয়েচ সিজিনসি। 

চ্যাম্পিয়ন্স লিগে এর আগে ২০১৫ সালে সেভিয়া বনাম বরুসিয়া মোয়েচেনগ্ল্যাডবাখের ম্যাচে তিনটি পেনাল্টির সিদ্ধান্ত দেওয়া হয়েছিলো।

- সূত্র: ক্রীড়া-বিষয়ক ওয়েবসাইট

Loading...