loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

ইনবক্স ব্যবহারকারীকে জিমেইল ব্যবহারের পরামর্শ


ইনবক্স ব্যবহারকারীকে জিমেইল ব্যবহারের পরামর্শ

গুগলের ‘ইনবক্স’ মেইল অ্যাপ্লিকেশনটি ২০১৯ সালের মার্চে বন্ধ হয়ে যাবে। তাই যাঁরা গুগলের ইনবক্স ব্যবহার করছেন, তাঁদের জিমেইল ব্যবহারের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। গুগলের এক ব্লগ পোস্টে এ-তথ্য জানানো হয়। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

গুগল জানিয়েছে, ইনবক্স অ্যাপ থেকে কীভাবে ইমেইল সেবা আরও উন্নত করা যায় - তা জানতে পেরেছে প্রতিষ্ঠানটি এবং ব্যবহারকারীদের জিমেইল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে।  

গুগল উদ্ভাবনী অ্যাপ হিসেবে ২০১৪ সালে ‘ইনবক্স’ চালু করে। এটি জিমেইলের পাশাপাশি আরেকটি মেইল সেবা হিসেবে ব্যবহার করার সুযোগ পেতেন ব্যবহারকারীরা।

এ-বছরের শুরুতে জিমেইলের নতুন সংস্করণ এনেছে গুগল। এতে স্মার্ট কম্পোজের মতো নতুন ফিচার এসেছে, যাতে দ্রুত ই-মেইল লেখা যায়। নতুন ফিচারগুলোর বেশির ভাগই ইনবক্স থেকে নেওয়া।

Loading...