loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

ঘরের মাঠে হেরে গেছে ম্যান সিটি


ঘরের মাঠে হেরে গেছে ম্যান সিটি

এবার ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা মোটেই ভালো হলো না পেপ গার্ডিওলার শিষ্যদেরও। ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁর কাছে ঘরের মাঠে হেরে গেছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে বুধবার (১৯ সেপ্টেম্বর) ‘এফ’ গ্রুপের ম্যাচে ২-১ গোলে হেরেছে ইংলিশ ক্লাবটি।

এদিন ম্যাক্সওয়েল করনেটের গোলে ম্যাচের ২৬তম মিনিটে এগিয়ে যায় লিঁও। ৪৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নাবিল ফাকির। ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে জড়ান ফরাসি এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে নিজেদের কিছুটা গুছিয়ে নেয় সিটি। ৫৫ মিনিটে লেরয় সানেকে মাঠে নামনোর পরে কিছুটা উজ্জীবিত হয়ে উঠে দলটি। ৬৭তম মিনিটে সানের কাট-ব্যাক থেকে পাওয়া বল প্লেসিং শটে জালে বল পাঠান বার্নার্ডো সিলভা। ম্যাচে ফেরার সম্ভাবনা জাগে স্বাগতিকদের। যদিও তা আর হয়ে ওঠেনি। 

প্রিমিয়ার লিগে প্রথম পাঁচ ম্যাচে অপরাজিত থাকলেও এই ম্যাচে নিজেদের হার এড়াতে পারেনি সিটি। টাচলাইন নিষেধাজ্ঞার কারণে সিটি-বস পেপ গার্ডিওলাকে স্ট্যান্ড থেকে দলের পরাজয় দেখতে হয়েছে। 

পুরো ম্যাচেই অবশ্য সিটির আধিপত্য ছিলো। কিন্তু লিঁও আক্রমণভাগ ছিলো অপ্রতিরোধ্য। সিটির রক্ষণভাগকে তাঁরা বেশ ব্যস্ত রেখেছিলো। দিনের শেষে এর ফলও পেয়েছে ফরাসিরা। মেমফিস ডিপের শট পোস্ট না লাগলে সিটিকে হয়ত বড় ব্যবধানে পরাজয়ের লজ্জা পেতে হতো।

এই পরাজয়ে প্রথম ইংলিশ দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে টানা চার ম্যাচ হারের স্বাদ নিতে হলো প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের।

Loading...