loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

রোমাকে হারিয়ে রিয়াল মাদ্রিদের উড়ন্ত সূচনা


রোমাকে হারিয়ে রিয়াল মাদ্রিদের উড়ন্ত সূচনা

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রোমার বিপক্ষে রিয়াল মাদ্রিদ উড়ন্ত সূচনা করেছে। সানটিয়াগো বার্নাব্যুতে বুধবার (১৯ সেপ্টেম্বর) ইসকোর ফ্রি-কিকে রিয়াল এগিয়ে যাবার পরে গ্যারেথ বেল ও মারিয়ানো ডিয়াজ আরো দুই গোল করায় ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা।

টানা চতুর্থবারের মতো ইউরোপের সর্বোচ্চ ক্লাব-আসরে শিরোপা জয়ে লক্ষ্য নিয়ে মাঠে নামা জুলেন লোপেটেগুই-এর শিষ্যরা গ্রুপ-জি’তে প্রথম ম্যাচে কোচকে সুন্দর এক জয় উপহার দিলেন। 

ক্রিস্টিয়ানো রোনাল্ডোরবিহীন রিয়ালের এটাই ছিল চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ। রোনাল্ডোর অনুপস্থিতিতে সেট পিসের দায়িত্ব বর্তায় ইসকোর ওপর। বিরতির আগে এই স্পেনের তারকা ২৫ গজ দূর থেকে দারুণ এক স্ট্রাইকে রিয়ালকে এগিয়ে দেন। গত বছর ফাইনালে লিভারপুলের বিপক্ষে গোল করা বেল ৫৮ মিনিটে লুকা মড্রিচের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন। যোগ হওয়া সময়ে মারিয়ানো দলকে তৃতীয় গোল উপহার দেন।

শুরুর চার মিনিটেই বেল গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন। টনি ক্রুসের দারুন একটি লফটেড পাস থেকে বেলের শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। এর পরপরই ইসকোর শট দক্ষতার সঙ্গে রুখে দেন রোমা গোলরক্ষক রবিন ওলসেন। 

এরপর ক্রুস ও বেল আরো দুটি সুযোগ হাতছাড়া করেন; সার্জিও রামোসের হেড ওলসেন কর্নারের মাধ্যমে রক্ষা করেন। তবে বিরতিতে যাবার আগে আর রক্ষা হয়নি। ড্যানিয়ের ডি রোসি ইসকোকে ফাউল করলে ফ্রি-কিক পায় রিয়াল। দুর্দান্ত এক কার্লিং ফ্রি-কিকে ইসকো ওলসেনকে পরাস্ত করে গোলের সূচনা করেন।

এদিন থিবাউ কর্টোয়ার বদলে মাদ্রিদের গোলপোস্ট সামলানোর দায়িত্ব পড়েছিলো কেইলার নাভাসের ওপর। আর কোচের আস্থার প্রতিদানও দিয়েছেন নাভাস। বিরতির পরপরই চেনগিজ আন্ডারের শট রুখে দেন তিনি। বেলের ডিফ্লেকটেড শট ক্রসবার দিয়ে বাইরে চলে যায়। যাহোক, ৫৮ মিনিটে বেলকে আর হতাশ হতে হয়নি। মড্রিচের অসাধারণ একটি পাস থেকে বাঁ পায়ের জোড়ালো শটে ব্যবধান দ্বিগুণ করেন এই ওয়েলস তারকা। 

বদলি খেলোয়ার মার্কো আসেনসিও তৃতীয় গোলটি প্রায় করেই ফেলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে হতাশ হতে হয়। তবে মারিয়ানো কোন ভুল করেননি। যোগ হওয়া সময়ে গোল করে লিঁও থেকে ফেরার পরে প্রথম ম্যাচটিই স্মরণীয় করে রাখলেন ডমিকিন রিপাবলিকের এই ফরোয়ার্ড।

গোলের সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় প্রথমার্ধের প্রায় বেশিরভাগ সময়ই মনে হয়েছে মাদ্রিদ তাঁদের সাবেক সুপারস্টার রোনাল্ডোর অনুপস্থিতি বেশ ভালোভাবেই অনুভব করছে। কিন্তু শেষ পর্যন্ত লোপেটেগুইয়েকে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে হতাশ করেননি ইসকো, বেল, ও মারিয়ানো। 

এবার নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের গত সাতটি ম্যাচেই রিয়ালের কাছে পরাজিত হলো রোমা। ইটালিয়ান জায়ান্টরা চ্যাম্পিয়ন্স লিগে তাঁদের শেষ ছয়টি অ্যাওয়ে ম্যাচেও জয়বিহীন রয়েছে।

Loading...