loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

২৫০-এ সবার আগে ম্যাশ


২৫০-এ সবার আগে ম্যাশ

প্রথম বাংলাদেশি হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২৫০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন মাশরাফি মর্তুজা। রোববার (২৩ সেপ্টেম্বর) ২০১৮ এশিয়া কাপের সুপার ফোরে আফগানিস্তানকে হারানোর ম্যাচে হাসমতুল্লাহ শহিদিকে আউট করে আড়াইশতম উইকেট শিকার করেন বাংলাদেশের অধিনায়ক।

ওয়ানডেতে আড়াইশ উইকেট হলেও বাংলাদেশের হয়ে ওয়ানডেতে এখনো ২৪৯ উইকেট মাশরাফির। বাকি উইকেটটি পেয়েছিলেন এশিয়া একাদশের হয়ে।

২৫০ উইকেটে যেতে মাশরাফি ম্যাচ খেলেছেন ১৯৪ টি। ইনিংসে সাতবার পেয়েছেন চার উইকেট, একবার পাঁচ উইকেট। ১৯২ ওয়ানডে খেলে ২৪৪ উইকেট নিয়ে মাশরাফির ঘাড়ে নিশ্বাস ফেলছেন সাকিব আল হাসান।

আফগানদের বিপক্ষে ১০ ওভার বল করে ৬১ রান দিয়ে দুই উইকেট নিলেও মাশরাফি এদিন ছিলেন না পুরো ছন্দে। শুরু থেকেই মার খাচ্ছিলেন। পানিশূন্যতার কারণে মাঠে থাকাটা তাঁর পক্ষে কষ্টকর হয়ে ওঠে। একাধিকবার বাইরে গিয়ে শশ্রুষা নিয়ে আসতে হয়েছে তাঁকে।

- সূত্র: ক্রীড়া-বিষয়ক ওয়েবসাইট

Loading...