loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

মালদ্বীপের নির্বাচনে বিরোধী জোটের অবিশ্বাস্য জয়


মালদ্বীপের নির্বাচনে বিরোধী জোটের অবিশ্বাস্য জয়

মালদ্বীপের রাষ্ট্রপতি নির্বাচনে অবিশ্বাস্য জয় পেয়েছেন বিরোধী-জোটের প্রার্থী ইব্রাহিম মোহাম্মদ সোলিহ। সোমবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত প্রাথমিক ফলাফল  অনুযায়ী, বর্তমান রাষ্ট্রপতি আবদুল্লাহ ইয়ামিনকে পরাজিত করে নির্বাচনে জয়ী হয়েছেন মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টি (এমডিপি)’র প্রার্থী সোলিহ।

ইয়ামিনের বিরুদ্ধে দ্বীপপুঞ্জে বিরোধী-মত দমনের অভিযোগ রয়েছে। নির্বাচনে পুকুরচুরির শঙ্কাও ছিলো। পরাজিত হলে ইয়ামিন ফলাফল মেনে নেবেন কি-না তা নিয়েও সংশয় তৈরি হয়েছিলো। যাহােক, দ্বিধা-দ্বন্দ্বের অবসান ঘটিয়ে টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে নির্বাচনে নিজের পরাজয় মেনে নিয়েছেন ইয়ামিন। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

জয় নিশ্চিত হওয়ার পরপরই সোলিহর সমর্থকেরা উদযাপনে রাস্তায় নেমে আসেন। সারারাত রাস্তায় পতাকা নিয়ে, নেচে-গেয়ে উল্লাস করেন তাঁরা।

আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করা হবে ৩০ সেপ্টেম্বর। 

নির্বাচনে রাষ্ট্রপতি ইয়ামিন আরেক মেয়াদে জয় পাবেন বলে মনে করা হচ্ছিলো। তাঁর প্রতিপক্ষের অনেকে এখন কারাগারে। ভোটের আগে দেশটির গণতান্ত্রিক পরিস্থিতির উন্নতি না-হলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন সহায়তা বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছিলো।

অনেক পর্যবেক্ষক মনে করেছিলেন, ইয়ামিনের পক্ষে ভোটে কারচুপি হবে। সৎভাই সাবেক রাষ্ট্রপতি মামুন আবদুল গাইয়ুমকেও জেলে ঢুকিয়েছেন ইয়ামিন। দেশটির আরেক সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ নাশিদকে মামলার জালে ফাঁসিয়ে নির্বাচন থেকে দূরে রাখেন ইয়ামিন। ২০১২ সালে নাশিদকে উৎখাত করেন তিনি। এতে এক রকম ফাঁকা মাঠে গোল দেওয়ার পরিবেশ তৈরি হয়। কিন্তু জনরায় ইয়ামিনের বিরুদ্ধে গেছে।

মোহাম্মদ সোলিহ মালদ্বীপের অন্যতম প্রবীণ রাজনীতিক। দেশটিতে গণতান্ত্রিক সংস্কারের জন্য তিনি বছরের পর বছর ধরে দাবি জানিয়ে আসছেন। এবার নির্বাচনে তিনি বিরোধী-জোট থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হন। তাঁর জোটে রয়েছে এমডিপি, জুমহরি পার্টি ও আদহালাথ পার্টি। ২০১১ সাল থেকে এমডিপি’র হয়ে তিনি সংসদে প্রতিনিধিত্ব করছেন।

Loading...