loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর পরিবর্তন সেবা চালু


নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর পরিবর্তন সেবা চালু

মোবাইল নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর পরিবর্তন বা এমএনপিএস চালু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সোমবার (১ অক্টোবর) দুপুরে রমনায় বিটিআরসি ভবনে সংবাদ সম্মেলনে এমএনপিএস চালুর ঘোষণা দেন সংস্থাটির চেয়ারম্যান জহুরুল হক।

 জানা গেছে, ১ অক্টোবর মধ্যরাত থেকে চালুর পরে এরই মধ্যে গ্রাহকেরা এই সেবা গ্রহণ শুরু করেছেন। এই সেবা নিতে একজন গ্রাহককে কাঙ্ক্ষিত অপারেটরের নতুন সিম ও এমএনপি চার্জ বাবদ ১৫৭ টাকা ৫০ পয়সা দিতে হবে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

 সংবাদ সম্মেলনে এমএনপি-সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইনফোজিলিয়ন টেলিটেক বিডির ব্যবস্থাপনা পরিচালক মাবরুর হোসেন ও বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 গ্রাহককে এমএনপিএস পেতে হলে কাঙ্ক্ষিত অপারেটরের সেবা কেন্দ্রে উপস্থিত হয়ে নির্দিষ্ট মাশুল প্রদান করে ও পুরনো সিম বদলে নতুন সিম নিতে হবে। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে এমএনপিএস চালু হলে পরবর্তী ৯০ দিন সেই গ্রাহক আর অপারেটর পরিবর্তন করতে পারবেন না।

মোবাইল নম্বর পোর্টেবিলিটি বা এমএনপি কী?

নিজের মোবাইল নম্বর ঠিক রেখে অন্য অপারেটরের ভয়েস ও ডাটা প্যাকেজ ব্যবহারের সুবিধা হলো এমএনপি। অর্থাৎ আপনি কোনো অপারেটরের সিম ব্যবহার করছেন, কিন্তু ঐ অপারেটরের কল চার্জ বা ডেটা চার্জ বেশি এবং একই সময়ে অন্য অপারেটরের চার্জ কম। আপনার ইচ্ছে হচ্ছে কম চার্জের সিমে কথা বলবেন বা সুবিধা গ্রহণ করবেন। এখন তা সহজেই করতে পারবেন।

Loading...