loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

অ-১৯ ক্রিকেট: পাকিস্তানকে হারালো বাংলাদেশ


অ-১৯ ক্রিকেট: পাকিস্তানকে হারালো বাংলাদেশ

এশিয়া কাপ অনুর্ধ্ব-১৯ ক্রিকেটে ‘বি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ তিন উইকেটে পাকিস্তান অনুর্ধ্ব-১৯ দলকে হারিয়েছে।

সোমবার (১ অক্টোবর) চট্টগ্রামের জহুর অহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৮ বল বাকি থাকতে ১৮৭ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। পাকিস্তানের পক্ষে ওয়াকার আহমেদ ৫৮ বলে সর্বোচ্চ ৬৭ রান করেন। তাঁর ইনিংসে ১০টি চার ও একটি ছক্কা ছিলো। ওপেনার সাইম আইয়ুব ৭৭ বলে ৪৯, জুনায়েদ খান ২৪ ও অধিনায়ক রোহাইল নাজির ২৩ রান করেন।

বাংলাদেশের রিসাদ হোসেন ৫৩ রানে তিনটি ও শরিফুল ইসলাম ২০ রানে দুইটি উইকেট নেন।

১৮৮ রানের লক্ষ্যে ব্যাট হাতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায় বাংলাদেশ। এরপর ৪২ রানের মধ্যে আরও দু’উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তাঁরা। তবে মিডল-অর্ডারে ৯৭ রানের মূল্যবান জুটি গড়ে দলকে জয়ে পথে নিয়ে যান প্রান্তিক নওরোজ নাবিল ও শামীম হোসেন। দু’জনই অর্ধশত রানের স্বাদ নেন। নাবিল ৯৩ বলে ৫৮ রান করে আউট হন।

দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করে আহত-অবসর নেন শামীম। তাঁর ১০৫ বলের ইনিংসে পাঁচটি চার ও দুইটি ছক্কা ছিলো। নাবিল-শামীমের বিদায়ের পর শেষদিকে ১০ রানের ব্যবধানে তিনটি উইকেট হারিয়ে চিন্তা পড়ে যায় বাংলাদেশ। তবে আকবর আলী ও অভিষেক দাস দলের জয় নিশ্চিত করেন। আকবর অপরাজিত ১৭ ও অভিষেক অপরাজিত চার রান করেন। পাকিস্তানের মুহাম্মদ মুসা ২৪ রানে তিন উইকেট নেন।

প্রতিযোগিতার প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ছয় উইকেটে হেরেছিলো বাংলাদেশ। আগামীকাল গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে হংকং-এর বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ যুবদল।

Loading...