loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন


সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরি থেকে সব ধরনের কোটা বাতিলের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর আগে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে সরকারের গঠন করে দেওয়া সচিব কমিটি এ- ধরনের চাকরি থেকে কোটা বাতিল করার সুপারিশ করেছিলো। সেই সুপারিশই অনুমোদন পেলো বুধবার (৩ অক্টোবর)।

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে নিয়োগ-কোটা বাতিলের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রী-পরিষদ। শিগগিরই এ-বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছেন মন্ত্রি-পরিষদ সচিব মোহাম্মদ সফিউল আলম। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

মন্ত্রি-পরিষদ সচিবের নেতৃত্বে গঠিত সরকারের কমিটি ৯ম থেকে ১৩তম গ্রেডে (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) কোনো কোটা না-রাখার সুপারিশ করে গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দেয়। কমিটি এসব পদে সরাসরি মেধার ভিত্তিতে নিয়োগের সুপারিশ করে।

প্রথম শ্রেণির সরকারি চাকরি শুরু হয় নবম গ্রেড দিয়ে। এর উপরের পদগুলো সাধারণত পদোন্নতির মাধ্যমে পূরণ হয়। দ্বিতীয় শ্রেণির চাকরি ১০ম গ্রেড থেকে ১৩তম গ্রেডের মধ্যে হয়। 

Loading...