loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

ইউভেন্টাসের জয় এলো দিবালার হ্যাটট্রিকে


ইউভেন্টাসের জয় এলো দিবালার হ্যাটট্রিকে

লালকার্ডের নিষেধাজ্ঞায় দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো এখন দলে নেই। তবে এতে সমস্যায় পড়তে হয়নি ইউভেন্টাসকে। রোনাল্ডোর অভাব বুঝতে দেননি আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। তাঁর হ্যাটট্রিকেই ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার (২ অক্টোবর) ইয়ং বয়েজের বিপক্ষে জয় তুলে নিয়েছে ইটালির ক্লাব-দলটি।

ঘরের মাঠে দিবালার নৈপুণ্যে প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যায় ইউভেন্টাস। পঞ্চম মিনিটে গোল পায় দলটি। মাঝমাঠ থেকে লিওনার্ডো বানুচ্চির বাড়ানো বল ডি-বক্সে সামনে পেয়ে হালকা ভলিতে জালে জড়াতে ভুল করেননি দিবালা।

৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইউভেন্টাস। ফরাসি মিডফিল্ডার ব্লেইস মাতুইদির দূরপাল্লার শট গোলরক্ষক রুখে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বলে আলতো টোকায় দ্বিতীয় গোল করেন দিবালা।

হ্যাটট্রিক পেতে বেশি সময় অপেক্ষা করতে করতে হতো না দিবালাকে - যদি তাঁর শট গোলপোস্টে লেগে ফিরে না আসতো। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে ছোট ডি-বক্স থেকে তাঁর নেওয়া শট পোস্টে লেগে ফেরে। ফিরতি শট সহজেই রুখে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। তবে ৬৯তম মিনিটে হ্যাটট্রিক আদায় করে নেন দিবালা। হুয়ান কুয়াদরাদোর বাড়ানো বলে ছুটে গিয়ে লক্ষ্যভেদ করেন এই তারকা। 

৭৮তম মিনিটে দিবালার মুখে হাত দিয়ে আঘাত করলে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ইয়ং বয়জের মোহাম্মদ আলি কামারা। তবে তা থেকে কোন সুবিধা আদায় করতে পারেনি জুভেন্টাস। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি।

আগের ম্যাচে ভেলেন্সিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছিল ইউভেন্টাস। ফলে দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দলটি। এই গ্রুপের আরেক ম্যাচে ভ্যালেন্সিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইংলিশ ক্লাবটি। এক পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে স্পেনের ক্লাব ভ্যালেন্সিয়া।

Loading...