loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

শাহবাগে অবস্থান কর্মসূচি, শনিবার মহাসমাবেশ আহ্বান


শাহবাগে অবস্থান কর্মসূচি, শনিবার মহাসমাবেশ আহ্বান

সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল না-হওয়া পর্যন্ত শাহবাগে টানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। আজ সকাল থেকে অবরোধের ফলে শাহবাগ চত্বর ঘিরে থাকা সবগুলো সড়কেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (৩ অক্টোবর) রাতে থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে বৃহস্পতিবার (৪ অক্টোবর) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আন্দোলনকারীদের সংখ্যা বাড়তে থাকে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ আতিকুর বাবু জানিয়েছেন, দাবি আদায় না-হওয়া পর্যন্ত তাঁদের কর্মসূচি চলবে। দাবির বিষয়ে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নিলে শনিবার (৬ অক্টোবর) তাঁরা মহাসমাবেশ করবেন।

পুরো শাহবাগ চত্বর ব্যারিকেড দিয়ে কোটা বহালের দাবিতে আন্দোলন করছে ‘আমরা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’। বুধবার রাত থেকেই 'জয় বাংলা' স্লোগানে মুখরিত শাহবাগ চত্বর। এর পাশাপাশি মোদের একটাই দাবি ৩০ শতাংশ কোটা চাই, শেখ হাসিনার ভয় নাই, একাত্তরের রাজাকার এ মুহূর্তে বাংলা ছাড় - স্লোগান দেন আন্দোলনকারীরা। এসময় তাঁরা দাবি পূরণ না হওয়ার পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে হুঁশিয়ারি দেন।

এর আগে বুধবার রাত ১টার দিকে কোটা বহালের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নেয় ঢাবি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। ফলে বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শাহবাগের সঙ্গে সংযোগ সড়কগুলোতে তীব্র যানজট ও গণপরিবহন সঙ্কট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। যাত্রীদের অনেকেই গণপরিবহন না পাওয়ায় হেটে যেতে দেখা গেছে।

Loading...