loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

রসায়নে নোবেল পুরস্কার পেলেন দুই মার্কিন ও এক ব্রিটিশ বিজ্ঞানী


রসায়নে নোবেল পুরস্কার পেলেন দুই মার্কিন ও এক ব্রিটিশ বিজ্ঞানী

এবছর রসায়নশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন দুইজন মার্কিন বিজ্ঞানী ফ্রান্সেস আরনল্ড ও জর্জ স্মিথ এবং ব্রিটিশ বিজ্ঞানী গ্রেগরি উইন্টার। এনজাইমের বিবর্তন নিয়ে কাজ করার স্বীকৃতি হিসেবে ফ্রান্সেস আরনল্ড এবং অ্যান্টিবডি ও পেপটাইডের ধাপ প্রদর্শন করার জন্য যৌথভাবে গ্রেগরি উইন্টার ও জর্জ স্মিথ এই পুরস্কার লাভ করেন।

পঞ্চম নারী হিসেবে রসায়নে নোবেল বিজয়ী হওয়ার গৌরব অর্জন করলেন ফ্রান্সেস আরনল্ড। তিনি পুরস্কারের মোট অর্থ ৯ মিলিয়ন সুইডিশ ক্রোনার (১.০১ মিলিয়ন মার্কিন ডলার)-এর অর্ধেক এবং উইন্টার ও স্মিথ যৌথভাবে বাকি অর্ধেক অর্থ পাবেন। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

পুরস্কারের কথা ঘোষণা করে সুইডিশ রয়্যাল একাডেমি অফ সায়েন্সেস-এর পক্ষ থেকে বলা হয়েছে, প্রাণিদেহের রসায়নঘটিত সমস্যা সমাধানে বিবর্তনের ক্ষমতা ব্যবহার করে প্রোটিন উন্নয়নে কাজ করার স্বীকৃতি হিসেবে এই তিন বিজ্ঞানীকে পুরস্কারে ভূষিত করা হয়েছে।

বিজ্ঞানী আরনল্ড মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলোজির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক। বিজ্ঞানী স্মিথ যুক্তরাষ্ট্রের মিসৌরি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। অন্যদিকে অধ্যাপক উইন্টার যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমআরসি ল্যাবরেটরি অফ মলিকিউলার বায়োলজিতে গবেষণা করছেন।

Loading...