loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

শান্তিতে নোবেল পুরস্কার পেলেন ডেনিস মুকওয়েগে ও নাদিয়া মুরাদ


শান্তিতে নোবেল পুরস্কার পেলেন ডেনিস মুকওয়েগে ও নাদিয়া মুরাদ

যুদ্ধ ও সশস্ত্র-সংঘাতে যৌন-সন্ত্রাস বন্ধে প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এ-বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন যৌথভাবে কঙ্গোর চিকিৎসক ডেনিস মুকওয়েগে ও ইরাকের ইয়াজিদি মানবাধিকার-কর্মী নাদিয়া মুরাদ। শুক্রবার (৫ অক্টোবর) নরওয়ের রাজধানী ওসলোতে বিজয়ীদের নাম ঘোষণা করেছে দেশটির নোবেল একাডেমি।

যুদ্ধের অস্ত্র হিসেবে যৌন-সহিংসতা বন্ধ করার প্রচেষ্টায় ডেনিস মুকওয়েগে ও নাদিয়া মুরাদ এই পুরস্কার জিতেছেন বলে প্রকাশ্যে বলেছেন নোবেল কমিটির চেয়ারম্যান বেরিত রিইস-অ্যান্ডারসন। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

ডেনিস মুকওয়েগে একজন সহায়তাকারী - যিনি মানুষ রক্ষা করতে ও নির্যাতনের বিরুদ্ধে নিবেদিতপ্রাণ, এবং নাদিয়া মুরাদ নারী-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের উদাহরণ।

এর আগে বুধবার (৩ অক্টোবর) সুইডেনের স্টকহোমের কারোলিনস্কা অ্যাকাডেমিতে রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস। এতে বিজয়ী হন যৌথভাবে ফ্রান্সেস এইচ আর্নল্ড, জর্জ পি. স্মিথ ও স্যার গ্রেগরি পি. উইন্টার। 

এরমধ্যে এনজাইমের বিবর্তনের পরিচালনার জন্য পুরস্কারের অর্থের ৫০ শতাংশ পেয়েছেন এইচ আর্নল্ড আর বাকি ৫০ শতাংশের মধ্যে অর্ধেক করে পেয়েছেন জর্জ পি. স্মিথ ও স্যার গ্রেগরি পি. উইন্টার। ২৫ শতাংশ করে দুইজন পেয়েছেন পেপটাইড এবং অ্যান্টিবডির পর্যায় প্রদর্শন করার জন্য।

মঙ্গলবার (২ অক্টোবর) পদার্থবিদ্যায় ‘লেজার ফিজিক্সে’ বিশেষ উদ্ভাবনের স্বীকৃতিস্বরূপ যৌথভাবে নোবেল পুরস্কার পান আর্থার আসকিন, জেরার্ড মোরউ ও ডোনা স্ট্রিকল্যান্ড।

সোমবার (১ অক্টোবর) চিকিৎসাশাস্ত্রে যৌথভাবে নোবেল পুরস্কারে ভূষিত হন মার্কিন গবেষক জেমস পি. অ্যালিসন ও জাপানের তাসুকো হনজো।

আগামী ৮ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

এ-বছর সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়ার হচ্ছে না। ২০১৯ সালে একসঙ্গে দু’টি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নোবেল কমিটি।

Loading...