loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

ভুটানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবলের ফাইনালে বাংলাদেশ


ভুটানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবলের ফাইনালে বাংলাদেশ

ফুটবলে বাংলাদেশের নারীদের জয়রথ চলছেই। বয়সভিত্তিক পর্যায়ে চমৎকার নৈপুণ্য উপহার দিয়ে বাংলাদেশের মেয়েরা আরও একটি প্রতিযোগিতার শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। সাফ অনূর্ধ্ব-১৮ মহিলা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে স্বাগতিক ভুটানকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ নারীদল।

সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবলের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ভুটানের থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে শুক্রবার (৫ অক্টোবর) রাতে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ নারীদল ৪-০ গোলে স্বাগতিক ভুটানের নারীদের  হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়।

ম্যাচের দ্বিতীয় মিনিটে সানজিদা আখতারের গোলে (১-০) এগিয়ে যায় বাংলাদেশ। এরপর প্রথমার্ধের যোগহয়া মিসরাত জাহান মৌসুমির গোলে (২-০) ব্যবধান দ্বিগুণ করে বিরতিতে যায় বাংলাদেশ। ৬০ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোল করেন কৃষ্ণা রানী। লাল সবুজের হয়ে ম্যাচের ৮৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন শামসুন্নাহার।

একই মাঠে প্রথম সেমিফাইনালে টাইব্রেকারে নেপাল ৩-১ ব্যবধানে ভারতকে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

আগামী ৭ অক্টোবর ফাইনালে বাংলাদেশ নেপালের মুখোমুখি হবে। এর আগে একই দিন একই মাঠে প্রথম সেমিফাইনালে নেপালের কাছে হেরে যাওয়া ভারত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মোকাবেলা করবে ভুটানের।

Loading...