loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

রোনাল্ডোর পৃষ্ঠপোষকেরা চিন্তিত!


রোনাল্ডোর পৃষ্ঠপোষকেরা চিন্তিত!

বিপাকেই আছেন ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাপারে সম্প্রতি নতুন করে তদন্ত শুরু হয়েছে। আর এতেই সিআর সেভেনের পৃষ্ঠপোষকেরা চিন্তিত হয়ে উঠেছেন।

যুক্তরাষ্ট্রের বিখ্যাত এক ক্রীড়া-সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা এ-ব্যাপারে জানিয়েছে, ঘটনার গতিপ্রকৃতির ওপর তাঁরা গভীর উদ্বেগের সঙ্গে নজর রাখছে। এই সংস্থার সঙ্গে রোনাল্ডোর বড় অংকের চুক্তি রয়েছে। এই পর্তুগিজ তারকার সঙ্গে আরও একটি বহুজাতিক সংস্থার চুক্তি রয়েছে; সেই সংস্থাও বিবৃতি দিয়ে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। 

এদিকে রোনাল্ডোর এমন পরিস্থিতির জেরে তাঁর বর্তমান ক্লাব ইউভেন্টাসের শেয়ারও অনেকটা পড়ে গেছে বলে জানা গেছে।

ক্যাথরিন মায়োরগা নামের একজন মার্কিন নারী অভিযোগ করেন, ২০০৯ সালে রোনাল্ডো তাঁকে ধর্ষণ করেছিলেন। এটি নিয়ে একটি জার্মান ম্যাগাজিন প্রতিবেদন প্রকাশ করে। সেখানেই মায়োরগা সিআর সেভেনের বিরুদ্ধে অভিযোগটি উত্থাপন করেন। মায়োরগা অভিযোগে বলেন, ২০০৯ সালে লাস ভেগাসের পামস প্লেস হোটেলে ঘটনাটি ঘটে।

কিন্তু এতো বছর পরে কেন এমন অভিযোগ? এমন প্রশ্নের উত্তরে মায়োরগা জানান, ইউভেন্টাস তারকা তাঁকে তিন লক্ষ পচাঁত্তর হাজার মার্কিন ডলার দিয়ে মুখ বন্ধ রাখতে বলেন। মায়োরগার ভাষ্য - আদালতে না-যাওয়ার জন্য রোনাল্ডো তাঁকে এই অর্থ দিয়েছিলেন। সেই সময় অর্থ পেয়ে ও কিছুটা ভয়েই মুখ খোলেননি সেই মার্কিন নারী।

অবশ্য এবারই প্রথম নয়, বছর দেড়েক আগে এই ম্যাগাজিন আরও একবার মায়োরগার পক্ষ থেকে রোনাল্ডোর বিরুদ্ধে একই অভিযোগ তোলে। অবশ্য সেবার অভিযোগ ধোপে টেকেনি। আবারও একই অভিযোগ তোলায় রোনাল্ডোর আইনজীবী ম্যাগাজিনটির বিপক্ষে আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন।

রোনাল্ডোর ক্লাব ইউভেন্টাস অবশ্য এই ঘটনায় তাঁদের দলের তারকার পাশেই দাঁড়াচ্ছে। ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘ক্রিস্টিয়ানো রোনাল্ডো বুঝিয়েছেন তিনি কতোটা পেশাদার এবং নিজের কাজের প্রতি গভীরভাবে নিবেদিতপ্রাণ; ইউভেন্টাসের সবাই এর প্রশংসা করছে। তাঁর যেকোনো সংকটে ক্লাব পাশে থাকবে।’’

উল্লেখ্য, সম্প্রতি বিব্রতকর অভিযোগটি ওঠার পরে টুইট করে পুরো ব্যাপারটাই মিথ্যে বলে দাবি করেছেন রোনাল্ডো।

- সূত্র: ক্রীড়া-বিষয়ক ওয়েবসাইট

Loading...