loader image for Bangladeshinfo

ব্রেকিং নিউজ

  • রাসায়নিক গুদাম সরাতে সহযোগিতার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

  • বেসিস এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সফটএক্সপোর যৌথ আয়োজক

আমারি ঢাকায় অক্টোবর মাসের বিশেষ অফার


আমারি ঢাকায় অক্টোবর মাসের বিশেষ অফার

আমারি ঢাকার ক্যাসকেড লাউঞ্জে রয়েছে বিশেষ রেড ভেলভেট কেক-এর আকর্ষণীয় অফার। বিশেষ এই কেক-এর নাম হচ্ছে গাটাইউক্স ডি মার। মজাদার এই কেক-এ রয়েছে রেড ভেলভেট লাভারদের জন্য মুখরোচক ক্রিম চিজ বল। এছাড়া আমারি বেকারিতে রাত আটটার পরে আইটেমের উপর রয়েছে ৫০% ডিসকাউন্ট। 

সালমন ফিশ লাভারদের জন্য ক্যাসকেড-এ চলছে বিশেষ এস সালমন ফিলেট - 'শেয়ারের তাসমানিয়ান সালমন ফিলেট '। আমায়া ফুড গ্যালারিতে ইন্টারেক্টিভ বুফের পাশাপাশি থাকছে সিগনেচার ডাল মাখানি ও স্পেশাল দোসা।

মুখরোচক এই ডাল মাখানি বিশেষ এক রেসিপি দিয়ে এক্সপার্ট শেফরা তৈরি করছেন যা তৈরী করতে সময় লাগছে ৪৮ ঘন্টা। বিশেষ এই ডাল মাখানি উপভোগ করার জন্য আমায়াতে চলে আসুন টেবিল রিসার্ভ করে।

প্রতি শনিবার ব্রাঞ্চ থাকছে মুখরোচক খাবারের সমারোহ নিয়ে। ব্রাঞ্চ-এ বোগো অফারে মাত্র ৩১৬৩ টাকার খেতে পারছেন দুইজন সকাল ১১.৩০ থেকে দুপুর ৩.৩০ পর্যন্ত।

সিগনেচার ব্রিজ স্পা তে থাকছে ৫০% ডিসকাউন্ট সেকেন্ড ট্রিটমেন্ট এর জন্য।

অক্টোবর-এর বিশেষ এই অফারগুলো পেতে কল করুন: ০১৭৭৭৭৯৬৪৪৪ অথবা ০১৭৭৭৭১৯৩১৯, স্পা: ০১৮৭৮৪৮৮৮৮৮

- সংবাদ বিজ্ঞপ্তি

Loading...