loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

ঢাবি ৫১তম সমাবর্তন অনুষ্ঠিত


ঢাবি ৫১তম সমাবর্তন অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তন শনিবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আব্দুল হামিদ।

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান সমাবর্তন-বক্তা হিসাবে বক্তব্য রাখেন। সমাবর্তনে মোট ২১ হাজার ১১১ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। এঁদের মধ্যে ৭২ জন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির কাছ থেকে স্বর্ণপদক গ্রহণ করেন। এছাড়া ৮১ জন গবেষক ডক্টর অফ ফিলোসফি (পিএইচডি) এবং ২৭ জন মাস্টার অফ ফিলোসফি (এমফিল) ডিগ্রিতে ভূষিত হয়েছেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, মন্ত্রিসভার সদস্যবর্গ, উপদেষ্টাগণ, সংসদ সদস্যবর্গ, কূটনৈতিক মিশনের প্রধানগণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান উপাচার্যগণ, জাতীয় অধ্যাপকগণ, ঢাবি সিন্ডিকেট ও সিনেট সদস্যবৃন্দ অন্যান্য সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন।

ঢাবি সমাবর্তন অনুষ্ঠানটি ডিজিটাল মিডিয়ার মাধ্যমে ঢাকা কলেজ ও ইডেন কলেজ ক্যাম্পাসে প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়, যেখানে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত দেশের সাতটি কলেজের রেজিস্ট্রার্ড গ্রাজুয়েটবৃন্দ অংশ নেন।

Loading...