loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

অ্যালাভেসের কাছেও হেরেছে রিয়াল মাদ্রিদ


অ্যালাভেসের কাছেও হেরেছে রিয়াল মাদ্রিদ

সময় এখন একেবারেই ভালো যাচ্ছে না স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদের। আর তাই তাে সব ধরনের প্রতিযোগিতায় চার ম্যাচে জয়শূন্য রয়েছেন হুলেন লোপেতেগির শিষ্যরা। শনিবার (৬ অক্টোবর) লা লিগার ম্যাচে দেপোর্টেভো অ্যালাভেসের বিপক্ষে ১-০ গোলে হেরেই গেলো রিয়াল! এই চার ম্যাচে কোনো গোলও করতে পারেনি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সাবেক ক্লাবটি ।

অ্যালাভেসের মাঠে খেলতে নেমে দাপট দেখালেও শেষ মুহূর্তে গোল হজম করে আরেকটি হতাশা নিয়ে মাঠ ছাড়লো রিয়াল। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে আলাভেসের হয়ে গোলটি করেন মানু গার্সিয়া।

রিয়ালের বিপক্ষে ২০০০ সালের পরে প্রথম জয় পেলো অ্যালাভেস। লা লিগায় নিজেদের মাঠে ১৯৩১ সালের পরে গ্যালাকটিকোদের বিপক্ষে এটিই প্রথম জয় তাঁদের।

এদিন শুরুটা অবশ্য রিয়ালের আক্রমণ দিয়েই হয়েছিলো। এমনকি পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে তাঁরাই - যেখানে লস ব্ল্যাঙ্কসদের বল পজিশন ছিলো ৭০ শতাংশ। এছাড়া প্রতিপক্ষের জালে ছয়টি শটও করেছেন তাঁরা। তবে সব পরিসংখ্যান উড়িয়ে দিয়ে শেষ হাসিটা হাসে স্বাগতিকরাই।

সাধারণভাবে ম্যাচটি ড্রই হবে বলে মনে হয়েছিলো। তবে হিসেব পাল্টে দিয়ে রিয়াল-শিবিরকে হতাশ করেন দ্বিতীয়ার্ধের বদলি হয়ে মাঠে নামা গার্সিয়া। নির্ধারিত ৯০ মিনিটের পরে অতিরিক্ত ৫ মিনিটের মাথায় কর্নার থেকে রুবেন সোবরিনোর হেড রিয়াল গোলরক্ষক থিবাউ কোর্টোয়া এক হাতে ফেরানোর চেষ্টা করলে পেয়ে যান গার্সিয়া। তাঁর হেড সার্জিও রামোসকে ফাঁকি দিয়ে জালে জড়ায়।

গোল হজমের পরে তা শোধ করার মতো সময়ই ছিলো না রিয়ালের, কারণ এরপরই রেফারি শেষ বাঁশি বাজিয়ে দেন। ফলে ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় লোপেতেগির শিষ্যদের।

লিগে আট ম্যাচ খেলে চারটি জয়, দুইটি হার ও সমান ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। আর এই ম্যাচ জিতে আট খেলায় ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অ্যালাভেস।

- সূত্র: ক্রীড়া-বিষয়ক ওয়েবসাইট

Loading...