loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

ভ্যালেন্সিয়ার বিপক্ষেও বার্সার ড্র


ভ্যালেন্সিয়ার বিপক্ষেও বার্সার ড্র

লা লিগায় টানা তিন ম্যাচ জয়হীন থাকার পরে চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যামের মাঠে দারুণ জয় পেয়েছিলো বার্সেলোনা। কিন্তু স্পেনের লিগে ফিরে আবারো সেই হতাশাই তাদের সঙ্গী হয়েছে। এবার দলটিকে রুখে দিয়েছে ভ্যালেন্সিয়া। রোববার (৭ অক্টোবর) প্রতিপক্ষের মাঠে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

বার্সেলোনার দুঃস্বপ্নের শুরু হয় মূলত জিরোনার সঙ্গে ২-২ গোলে ড্র করার পর থেকেই। এর পরের ম্যাচে লেগানেসের কাছে হেরেই যায় ক্লাবটি। এরপর অ্যাটলেটিক বিলবাওয়ের সঙ্গে আবার ১-১ গোলে ড্র। এবার ভ্যালেন্সিয়ার সঙ্গেও একই পরিণতি হলো ক্যাটালানদের।

রোববার ম্যাচের দুই মিনিটেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। কর্নার থেকে উড়ে আসা বলে থমাস ভারমিয়েলেনের হেড জেরার্ড পিকে গায়ে লেগে গোলমুখে বল পেয়ে যান এজিকুয়েল গারায়। আলতো টোকায় বল জালে জড়ান এই আর্জেন্টাইন ডিফেন্ডার।

তিন মিনিট পরে আবারো গোল পেতে পারতো ভ্যালেন্সিয়া। মিচি বাতশুয়াইয়ের কোণাকোণি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পরের মিনিটে আবার জিওফ্রে কোনদগবিয়ার শট লক্ষ্যভ্রষ্ট হলে গোলবঞ্চিত হয় ভ্যালেন্সিয়া। ১২ মিনিটে ভ্যালেন্সিয়াকে গোলবঞ্চিত করেন বার্সেলোনা গোলরক্ষক মার্ক টের স্টেগান। বাতশুয়াইয়ের শট ঝাঁপিয়ে পড়ে ঠেকান তিনি।

প্রথম ২০ মিনিটে এলোমেলোই ছিলো বার্সেলোনা। ২১ মিনিটে প্রথম লক্ষ্যে শট রাখতে পেরেছে তাঁরা। তবে মেসির শট সহজেই রুখে দেন গোলরক্ষক নেতো। অবশ্য দুই মিনিট পরে মেসিকে আর রুখতে পারেননি গোলরক্ষক। লুইস সুয়ারেজের সঙ্গে বল দেওয়া নেওয়া করে দারুণ এক শটে জাল খুঁজে নেন লিও।

৩৯ মিনিটে আবার এগিয়ে যেতে পারতো ভ্যালেন্সিয়া। ডেনিস চেরিসেভের শট নেলসন সেমেদো ফেরালে বল পেয়ে যান হোসে গায়া, কিন্তু তাঁর কোণাকোণি শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। ৪৭ মিনিটে চেরিসভের দূরপাল্লার ভলি অল্পের জন্য জালে যায়নি।

৭৫ মিনিটে দিনের সেরা সুযোগটি পেয়েছিলেন ফিলিপ কটিনিয়ো। মেসির পাস থেকে বল পেয়ে সামনে বাড়িয়ে দিয়েছিলেন সুয়ারেজ। ফাঁকায় বল পেয়ে শট নিতে দেরি করায় প্রতিপক্ষ ডিফেন্ডারের ট্যাকেলে গোল করার দারুণ সুযোগ হারান।

এরপর আরও কিছু আক্রমণ করলেও গোল আদায় করতে পারেনি কোন দলই। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দু’দল।

এই ড্রয়ে আট ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে নেমে গেছে বার্সেলোনা। দিনের অন্য ম্যাচে সেল্টা ভিগোকে ২-১ গোলে হারিয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে সেভিয়া।

রিয়াল বেটিসকে ১-০ গোলে হারিয়ে বার্সেলোনার সমান ১৫ পয়েন্ট অ্যাটলেটিকো মাদ্রিদেরও। তবে গোল ব্যবধানে তৃতীয় স্থানে আছে দলটি। ১৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে রিয়াল মাদ্রিদ।

Loading...