loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

খাদিজার নৈপুণ্যে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ


খাদিজার নৈপুণ্যে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ

ডান-হাতি অফ-স্পিনার খাদিজা তুল কুবরার বোলিং-নৈপুণ্যে একমাত্র ওয়ানডেতে সফরকারী পাকিস্তান নারী ক্রিকেট দলকে ছয় উইকেটে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ নারীদল। এর আগে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিলো পাকিস্তান।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একদিনের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় পাকিস্তান। ব্যাট হাতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দেয় পাকিস্তানের টপ-অর্ডার। যদিও প্রথম তিনজন ব্যাটসম্যানই ছোটো ছোটো ইনিংস খেলে আউট হন। পরের দিকে পাকিস্তানের কোনো ব্যাটসম্যানই দুই অংক স্পর্শ করতে পারেনি। ফলে ৩৪.৫ ওভারে মাত্র ৯৪ রানে অলআউট হয় পাকিস্তান।

দলের পক্ষে দুই ওপেনার আয়াশ জাফর-মুনিবা আলি ১৮ রান করেন এবং তিন নম্বরে নামা অধিনায়ক জাভেরিয়া খান ২৯ রান করেন। 

বাংলাদেশের খাদিজা ৯.৫ ওভার বল করে ২০ রানে ছয় উইকেট নেন। বাংলাদেশের একদিনের ক্রিকেটের ইতিহাসে প্রথম নারী হিসেবে পাঁচ বা ততোধিক উইকেট শিকার করলেন খাদিজা। এর আগে বাংলাদেশের পক্ষে সেরা বোলিং-ফিগার ছিলো লেগ-স্পিনার রুমানা আহমেদের। ২০১৩ সালে আহমেদাবাদে ভারতের বিপক্ষে ১০ ওভারে ২০ রানে চার উইকেট শিকার করেছিলেন রুমানা।

জয়ের জন্য ৯৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ছয় রানের মধ্যে দুই উইকেট হারায় বাংলাদেশ। দুই ওপেনার আয়শা রহমান শূন্য ও শারমিন আক্তার তিন রানে ফিরে আসেন।

অবশ্য তৃতীয় উইকেটে শক্ত হাতে হাল ধরেন ফারজানা হক ও অধিনায়ক রুমানা আহমেদ। তাঁদের ৮১ রানের জুটিতে লক্ষ্যের কাছাকাছি পৌঁছে যায় বাংলাদেশ। কিন্তু জয় থেকে আট রান দূরে থাকতে বিদায় নেন ফারজানা ও রুমানা। ফারজানা ৪৮ ও রুমানা ৩৪ রান করেন। শেষ পর্যন্ত লতা মন্ডল তিন ও ফাহিমা খাতুন পাঁচ রানে অপরাজিত থেকে খেলা শেষ করেন। 

পাকিস্তানের সানা মির ২০ রানে দুই উইকেট নেন। 

ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের খাদিজা তুল কুবরা।

Loading...