loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে

  • সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল

  • আর্সেনালকে বিদায় করে সেমিতে বায়ার্ন

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

খালেদার শারীরিক অবস্থা “স্থিতিশীল”


খালেদার শারীরিক অবস্থা “স্থিতিশীল”

বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। আগামী বুধবার (১০ অক্টোবর) পূর্ণাঙ্গ মেডিকেল বোর্ড তাঁর স্বাস্থ্য পরীক্ষা করবে। মঙ্গলবার (৯ অক্টোবর) বিকাল অথবা সন্ধ্যায় খালেদার ফিজিওথেরাপি শুরু হতে পারে। মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

পরিচালক জানান, বিএসএমএমইউতেই খালেদা জিয়াকে সব ধরনের চিকিৎসা দেয়া সম্ভব। তাঁর যে-রোগ (আর্থ্রাইটিস), সেই রোগের চিকিৎসার জন্য এই হাসপাতালে আলাদা একটা বিভাগও রয়েছে।

তিনি জানান, খালেদার চিকিৎসায় গঠিত পূর্ণাঙ্গ মেডিকেল বোর্ড এখনো তাঁকে দেখার সুযোগ পায়নি। অবশ্য বোর্ডের একাধিক সদস্য পৃথকভাবে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন এবং তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেছেন। বুধবার বিকাল ৪টায় পূর্ণাঙ্গ বোর্ড তাঁর স্বাস্থ্য পরীক্ষা করতে পারে।

এর আগে সোমবার খালেদার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের চারজন সদস্য সাংবাদিকদের জানিয়েছিলেন, খালেদা গেঁটে বাতজনিত সমস্যায় ভুগছেন। তাঁর ডায়াবেটিসসহ বেশ কিছু রোগ অনিয়ন্ত্রিত অবস্থায় আছে। এসব রোগ নিয়ন্ত্রণে এনে তাঁর মূল চিকিৎসা শুরু হবে। তাই বিএসএমএমইউয়ে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা কতদিন চলবে - তা নির্দিষ্ট করে এখনই বলতে পারছে না মেডিকেল বোর্ড।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। এর পর থেকে তিনি নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন।

Loading...