loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে তাজিকিস্তান


বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে তাজিকিস্তান

বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার ফাইনালে জায়গা করে নিয়েছে তাজিকিস্তান। মঙ্গলবার (৯ অক্টোবর) কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে দলটি ২-০ গোলে ফিলিপিন্স দলকে হারিয়ে ফাইনালে উঠেছে। ম্যাচের দুই অর্ধে গোল দুটি করেছেন যথাক্রমে তুরনসভ কমরন ও নাজারভ আখতাম।

ম্যাচের শুরু থেকেই ফিলিপিন্সের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে তাজিকরা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো কক্সবাজারে। ফলে কিছুটা কর্দমাক্ত হয়ে পড়া মাঠটি যেন আকস্মিকভাবেই তাজিকিস্তান দলের অনুকূলে চলে আসে। মুহুর্মুহু আক্রমণ চালিয়ে তাঁরা ব্যতিব্যস্ত করে তোলে ফিলিপিন্সের রক্ষণভাগকে।

সপ্তম মিনিটে ছোট বক্সের ভেতরে বল পেয়েও নিশানা ভেদ করতে পারেননি তাজিক স্ট্রাইকার তুরনসভ কমরন। তাঁর নেয়া শটটি ফিলিপিন্সের গোলরক্ষক মাইকেল কেসাস ফিরিয়ে দেন।

তিন মিনিট পরে প্রতিপক্ষের রক্ষণ দেয়ালে আরো একবার ফাঁটল ধরিয়েছিল তাজিকিস্তানের ফরোয়ার্ডরা। কিন্তু ফাঁকি দিতে পারেননি গোলরক্ষক মাইকেলের চোখ। ডি বক্সের বাইরে থেকে দূর পাল্লার জোড়ালো শট লাফিয়ে ফিষ্ট করেন মাইকেল।

২১তম মিনিটে আরগেসিভের বাড়ানো বলে আলতো টোকায় গতি ঘুরিয়ে দিয়েছিলেন কমরন। এবারো গোলরক্ষক হতাশ করেন তাঁদের।

অবশেষে ৩২তম মিনিটে স্বস্তির গোলের দেখা পায় তাজিকরা। গোল করেন কমরন। রহিমভের হেড থেকে পাওয়া বলে সাইডভলিতে জালে জড়ান এই ফরোয়ার্ড (১-০)।

অতিরিক্ত সময়ে ব্যবধান দ্বিগুণ করে তাজিকরা। এবার ডানপ্রান্ত দিয়ে নজিমের মাইনাসে বক্সের ঠিক বাইরে থেকে বাঁ পায়ের জোড়ালো শটে গোল আদায় করেন নাজারভ আখতাম (২-০)। ফলে ফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যায় তাজিকিস্তানের। 

আগামী ১২ অক্টোবর ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।

Loading...