loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

মেলবোর্ন থেকে সুখবর দিলেন সাকিব


মেলবোর্ন থেকে সুখবর দিলেন সাকিব

অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে অসুস্থ আঙুলের বিষয়ে সুখবর দিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। আঙুলের চিকিৎসা-রিপোর্ট না-কি ভালো এসেছে। তাই দুশ্চিন্তার কোন কারণ নেই। মেলবোর্নে ডা. গ্রেগ হয়ের অধীনে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ শেষে সুখবরটি জানালেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

রিপোর্ট ভালো, সংক্রমণ নিয়ন্ত্রণে আছে - তবে পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে। কত সময় লাগবে, সেটি অবশ্য এখনই বলা কঠিন। তবে মেলবোর্নে আরও এক সপ্তাহ থাকতে হবে। এই এক সপ্তাহ তাঁকে অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেয়া হবে। এরপরে আরেকবার হাত দেখে পরবর্তী করণীয় ঠিক করা হবে। তবে আগামী তিন মাস তিনি মাঠে নামতে পারবেন না বলে কড়া নির্দেশ দিয়ে রেখেছেন চিকিৎসক। মঙ্গলবার (৯ অক্টোবর) মুঠোফোনে তিনি সংবাদ মাধ্যমকে এসব তথ্য দিয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ঘরের মাঠে তিন জাতির ক্রি‌কে‌ট টুর্নামেন্টের ফাইনালে ফিল্ডিংয়ের সময় বাঁহাতের কণিষ্ঠ আঙুলে গুরুতর আঘাত পান সাকিব। ব্যথা নিয়েই তিনি গিয়েছিলেন ২০১৮ এশিয়া কাপে খেলতে।

তিনটি ম্যাচ খেলার পরে আঙুলে তীব্র ব্যথা অনুভব করলে টুর্নামেন্ট শেষ না করে ২৬ সেপ্টেম্বর দেশে ফিরে পরেরদিনই ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন সাকিব। আঙুল দেখে চিকিৎসকেরা জানান তাঁর ক্ষতে জীবাণু সংক্রমিত হয়ে পুঁজ জমেছে এবং তৎক্ষণাৎ তা বের করা হয়। একইসঙ্গে তাঁরা জানিয়ে দেন সাকিবের আঙুল কখনোই শতভাগ সেরে উঠবে না এবং আগামী তিন মাস তিনি ক্রিকেট খেলতে পারবেন না।

তিনদিন পরে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে পরেরদিনই উন্নততর চিকিৎসা নিতে শুক্রবার (৫ অক্টোবর) রাতে মেলবোর্নের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়েন সাকিব। জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী রোববার তিনি দেশে ফিরবেন তিনি।

Loading...