loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

রায় প্রত্যাখ্যান, কর্মসূচি ঘোষণা বিএনপি’র


রায় প্রত্যাখ্যান, কর্মসূচি ঘোষণা বিএনপি’র

২১ অগাস্টের গ্রেনেড হামলার মামলায় রায় প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি। রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার (১১ অক্টোবর) থেকে সপ্তাহব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

গ্রেনেড হামলার পরিকল্পনাকারী হিসেবে আদালত বুধবার (১০ অক্টোবর) বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছেন। এছাড়াও বিএনপি সরকারের সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়। 

মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ও বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্তদের মধ্যে দলটির আরও বেশ কয়েকজন নেতা রয়েছেন।

রায় ঘোষণার পরে প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর একে “রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত’ ও “প্রতিহিংসার নগ্ন বহিঃপ্রকাশ” বলে আখ্যা দেন। নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এই রায় আমরা প্রত্যাখ্যান করছি।”

রায়ের প্রতিবাদে সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে দেশব্যাপী বিক্ষোভ মিছিল। ১৩ অক্টোবর ছাত্র দল, ১৪ অক্টোবর যুব দল ও ১৫ অক্টোবর স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল করবে। ১৬ অক্টোবর কালো পতাকা মিছিল ও ১৭ অক্টোবর মহিলা দল মিছিল করবে। এছাড়া ১৮ অক্টোবর মিছিল করবে শ্রমিক দল। 

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

বিএনপি-জামায়াতসহ চারদলীয় জোট সরকারের আমলে ২০০৪ সালের ২১ অগাস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের এক সন্ত্রাসবিরোধী সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এতে ২৪ জন নিহত ও নেতাকর্মী-আইনজীবী-সাংবাদিকসহ তিন শতাধিক লোক আহত হন।

Loading...