loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

ই-কমার্স ব্যবসা নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি


ই-কমার্স ব্যবসা নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি

বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেল-এর WTO Enhanced Integrated Framework (EIF) কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন Strengthening Institutional Capacity and Human Resource Development For Trade Promotion প্রকল্পের অধীনে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই)-এর ব্যবস্থাপনায় ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ই-ক্যাব)-এর সার্বিক সহযোগিতায় প্রশিক্ষণ কর্মসূচি Transforming Business to e-Business For e-Commerce Entrepreneurs-এর উদ্বোধন করা হলো গত বুধবার (১০ অক্টোবর)।

বিএফটিআই-এর সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শুভাশীষ বসু, ডব্লিউটিও সেলের পরিচালক মো: হাফিজুর রহমান, বিএফটিআই-এর কার্যনির্বাহী কর্মকর্তা আলী আহমেদ এবং ই-ক্যাব-এর সভাপতি শমী কায়সার ও সাধারণ সম্পাদক মো: আব্দুল ওয়াহেদ তমাল ।

প্রধান অতিথি অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে প্রশিক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীতা উল্লেখ করেন। প্রশিক্ষণের উদ্দেশ্য ও সার্বিক প্রয়োগ এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেন আলী আহমেদ। ডব্লিউটিও সেলের পরিচালক প্রশিক্ষণার্থীদের সাফল্য কামনা করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি শমী কায়সার ই-ক্যাবের বর্তমান কার্যক্রম এবং অনলাইন ব্যবসা আরো জনপ্রিয় করতে ই-ক্যাব-এর সার্বিক প্রয়াস ও প্রচেষ্টা তুলে ধরেন।

প্রশিক্ষণের প্রধান উদ্দেশ্য হলো - অংশগ্রহণকারীদেরকে ই-কমার্স ব্যবসা সম্পর্কে সার্বিক ধারণা প্রদান। সোশ্যাল মিডিয়া, কনটেন্ট মার্কেটিং, ই-মেইল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন-এর মতো ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে ধারণা প্রদান এবং প্রশিক্ষণ থেকে ই-কমার্স ব্যবসা সম্পর্কিত শিক্ষা কোথায় ও কীভাবে কার্যকরভাবে প্রয়োগ করতে হবে তা সম্পর্কে জানানো।

এই প্রকল্পের অধীন বৃহস্পতিবার (১১ অক্টোবর) থেকে পাঁচ দিনব্যপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হবে। ১০টি ব্যাচে ২৫০জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে।

- সংবাদ বিজ্ঞপ্তি

Loading...