loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

শুরু হচ্ছে “গ-তে গল্পকার সিজন ২”


শুরু হচ্ছে “গ-তে গল্পকার সিজন ২”

“গ-তে গল্পকার” তরুণ লেখকদের জন্য একটি বহু-আকাঙ্ক্ষিত প্ল্যাটফর্ম। প্রতিবছর এই আয়োজন থেকে একুশজন নবীন লেখকের আগমন ঘটে বাংলাদেশে। জাতীয় শিশু-কিশোর ও তরুণদের অনলাইন প্ল্যাটফর্ম চ্যানেল আগামী এবারও আয়োজন করছে গল্প লেখা প্রতিযোগিতা “গ-তে গল্পকার সিজন ২”।

শিশু-কিশোর ও তরুনদের সৃজনশীলতা এবং কল্পনাশক্তি বিকাশে সাহিত্য-সংস্কৃতির বিকল্প নেই। বাংলার আনাচেকানাচে হাজারো গল্পের দেখা মেলে। তরুণেরাও যেন গল্পের মাধ্যমে আরো সমৃদ্ধ করতে পারেন বাংলা সাহিত্যকে - সে-লক্ষ্যেই আয়োজন “গ-তে গল্পকার”-এর। 

গতবারের মতো এবারও হতে হচ্ছে বড় পরিসরে। অনূর্ধ্ব ২৩ বছরের যেকোন বাংলাদেশি লেখক দু’টি বিভাগে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। অভিজ্ঞ বিচারকদের রায়ে দু’টি বিভাগে পাঁচটি করে মোট দশটি গল্পকে সেরা গল্প হিসেবে পুরস্কার দেওয়া হবে।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, সেরা দশটি গল্প নিয়ে অমর একুশে গ্রন্থমেলায় বের হবে একটি গ্রন্থ। এর বাইরেও সেরা আরো কুড়িটি গল্প প্রকাশ করা হবে চ্যানেল আগামীর অফিসিয়াল পোর্টালে। সাথে থাকছে দারুণ উপহার সামগ্রী এবং বরেণ্য ব্যক্তিবর্গের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করার সুবর্ণ সুযোগ।

প্রতিযোগিতায় অংশগ্রহণ ও বিস্তারিত জানা যাবে এই লিংকেঃ https://channelagami.com/event/issue/go-te-golpokar-season-2

 - সংবাদ বিজ্ঞপ্তি

Loading...