loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

অ্যাপিকটা অ্যাওয়ার্ডস-এ ছয়টি পুরস্কার বাংলাদেশের


অ্যাপিকটা অ্যাওয়ার্ডস-এ ছয়টি পুরস্কার বাংলাদেশের

চীনের গুয়াংঝুতে অনুষ্ঠিত তথ্যপ্রযুক্তির অন্যতম বড় আসর অ্যাপিকটা অ্যাওয়ার্ডস ২০১৮-এ একটি বিভাগে চ্যাম্পিয়নিশপসহ ছয়টি পুরস্কার জিতেছে বাংলাদেশ। এছাড়াও অন্যান্য বিভাগের পাঁচটি পুরস্কার এসেছে মেরিট থেকে। 

বাংলাদেশ থেকে সিনিয়র স্টুডেন্ট ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে রাজউক উত্তরা মডেল কলেজের  ফিড'এম প্রকল্প। এছাড়াও মেরিট পুরস্কার জিতেছে ক্রস ক্যাটাগরিতে (স্টার্টআপ) সিন্দাবাদ ডটকম লিমিটেডের প্রকল্প সিন্দাবাদ ডটকম, সিনিয়র স্টুডেন্ট বিভাগে সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রকল্প সবজান্তা, ইন্ডাস্ট্রিয়াল (এগ্রিকালচার) বিভাগে এসিআই এগ্রিবিজনেসের প্রকল্প ফসলি, ইন্ডাষ্ট্রিয়াল (ট্রান্সপোর্ট) বিভাগে যান্ত্রিক লিমিটেডের যান্ত্রিক নাইন ওয়ান ওয়ান, ইনক্লুশন ও কমিউনিটি সার্ভিস বিভাগে এটুআই-সফটবিডি লিমিটেডের যৌথ প্রকল্প একসেবা।

৯ অক্টোবর জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় এই আসর। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাপিকটায় চীনের ইকোনমিক  কো-অর্ডিনেটর এবং জিডিএসআইএ-এর মহাসচিব লিউ হুই, অ্যাপিকটার চেয়ারম্যান স্ট্যান সিংসহ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।

এবার ১৫টি ইকোনমি থেকে ২৬৬টি প্রকল্প অ্যাপিকটা অ্যাওয়ার্ডস ২০১৮তে অংশ নিয়েছে। 

সিনিয়র স্টুডেন্ট ক্যাটাগরিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, “চলতি বছরের এপ্রিল থেকে আমরা বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডের প্রক্রিয়া শুরু করি। সারাদেশ থেকে বাছাই করে ২৮টি প্রতিষ্ঠানের ২৯টি প্রকল্পকে আমরা অ্যাপিকটা অ্যাওয়ার্ডস ২০১৮-এর জন্যে মনোনীত করেছি। পাশাপাশি গত অগাস্ট মাসে আইসিটি অ্যাওয়ার্ডস শেষ হওয়ার পরে এক মাসব্যাপী মনোনীত প্রকল্পগুলোর উন্নয়নে প্রশিক্ষণও প্রদান করা হয়েছে। বাংলাদেশের এই অর্জন বিশ্ব পরিমন্ডলে ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রার দৃষ্টান্ত স্থাপন করলো।”

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস-এর আহ্বায়ক ও অ্যাপিকটার বিচারকমন্ডলীর সদস্য দিদারুল আলম বলেন, “আমরা বেসিস থেকে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমাদের বিস্তৃতি শুধুমাত্র বেসিস সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ নেই। সদস্যদের পাশাপাশি তরুণ প্রজন্মদের নিয়ে কাজ করছি আমরা। সিনিয়র স্টুডেন্ট ক্যাটাগরিতে চ্যাম্পিয়নশিপসহ ছয়টি পুরস্কার প্রাপ্তি পুরো বাংলাদেশের জন্য সম্মান বয়ে নিয়ে এসেছে।”

অনুষ্ঠান উদ্বোধনের পরে এক্সকো মিটিং ও বিচারকদের সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর থেকে শুরু হয় আনুষ্ঠানিক প্রকল্প বিচারপর্ব। ১১ অক্টোবর চীনের ঐতিহ্যবাহী পোশাকে দেশটির সংস্কৃতির বিভিন্ন দিক ফুটিয়ে তুলে আয়োজন করা হয় গুয়াংঝু নাইট। অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধিদল নিজেদের সংস্কৃতির বিভিন্ন দিক বিশ্বপরিমন্ডলে তুলে ধরেছে। 

অ্যাপিকটা অ্যাওয়ার্ডসে চীনের পিডব্লিউটিসি এক্সপোতেও অংশ নেয় বাংলাদেশ। ১৩ অক্টোবর পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয় এবারের আয়োজন।

এবার ৮১ সদস্যদের প্রতিনিধিদল নিয়ে অংশ নিয়েছে বাংলাদেশ। বেসিস সভাপতির নেতৃত্বে সফর করেন বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান, সহ-সভাপতি (প্রশাসন) ও অ্যাপিকটার বিচারকমন্ডলীর সদস্য শোয়েব আহমেদ মাসুদ, পরিচালক ও অ্যাপিকটার বিচারকমন্ডলীর সদস্য দিদারুল আলম, অ্যাপিকটায় বাংলাদেশের ইকোনমিক কো-অর্ডিনেটর মোস্তাফিজুর রহমান সোহেল এবং অ্যাপিকটার বিচারমন্ডলীর সদস্য আবদুল্লাহ এইচ কাফি।

বাংলাদেশ প্রতিনিধিদলের সাথে সরকারের তথ্য ও যোগযোগ-প্রযুক্তি বিভাগের পক্ষে ছিলেন যুগ্ম সচিব এহসানুল পারভেজ এবং উপসচিব ড. মো: মেহেদী হাসান।

 - সংবাদ বিজ্ঞপ্তি

Loading...