loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

নারীদের প্রথম টি-২০ র‌্যাংকিং-এ নবম স্থানে বাংলাদেশ


নারীদের প্রথম টি-২০ র‌্যাংকিং-এ নবম স্থানে বাংলাদেশ

নারী ক্রিকেটে ওয়ানডে র‌্যাংকিং থাকলেও ছিলোনা টি-টোয়েন্টি র‌্যাংকিং। অবশেষে নারী টি-২০ র‌্যাংকিং চালু করলো বিশ্বক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

প্রথমবারের মতো প্রকাশিত এই র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান নবম। ১৯৩ রেটিং নিয়ে নবমস্থানে রয়েছে সালমা-রুমানারা। একদিনের খেলায় ৪৯ রেটিং নিয়ে একই অবস্থানে আছে বাংলাদেশ।

চলতি বছরের জুন থেকে আইসিসি সদস্য দেশগুলোর টি-২০ ম্যাচ আন্তর্জাতিক মর্যাদা পাচ্ছে। তাই এই ফরম্যাটের র‌্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। ৪৬টি দেশকে র‌্যাংকিংয়ে অন্তর্ভুক্ত করেছে আইসিসি।

২৮০ রেটিং নিয়ে র‌্যাংকিং-এর শীর্ষে আছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ও তৃতীয়স্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। চতুর্থ থেকে অষ্টম স্থান পর্যন্ত আছে - ওয়েস্ট ইন্ডিজ, ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও শ্রীলংকা।

আইসিসি নারী টি-২০ র‌্যাংকিং শীর্ষ দশ দেশ:

র‌্যাংকিং    দেশ            ম্যাচ   রেটিং

১.              অস্ট্রেলিয়া      ১৯      ২৮০

২.             নিউজিল্যান্ড  ২৫     ২৭৭

৩.             ইংল্যান্ড           ১৯     ২৭৬

৪.            ওয়েস্ট ইন্ডিজ  ১৯    ২৫৯

৫.             ভারত                ২৭    ২৪৯

৬.           দ. আফ্রিকা       ২১    ২৪৩

৭.            পাকিস্তান          ২৪    ২২৭

৮.           শ্রীলংকা             ২৩    ২০৭

৯.          বাংলাদেশ           ২৭    ১৯৩

১০.     আয়ারল্যান্ড          ১৩    ১৮৮

Loading...