loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল স্থগিত


ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত শুক্রবার (১২ অক্টোবর) অনুষ্ঠিত এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত এলো। 

প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে এরই মধ্যে একটি তদন্ত কমিটি কাজ শুরু করেছে। জানা গেছে, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরে এ-ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।  খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

ঘ ইউনিটের পরীক্ষার ফলাফল নিয়ে আজ সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকালে বিজ্ঞপ্তিতে ফলাফল স্থগিতের বিষয়টি জানানো হয়।

গত শুক্রবার পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠতে শুরু করে। আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর তদন্তকারীরা বলছেন, পরীক্ষা শুরুর অন্তত ৪৫ মিনিট আগে হাতে লেখা প্রশ্ন ফাঁসের প্রমাণ পেয়েছেন তাঁরা। বগুড়ার দুটি ভর্তি পরীক্ষা তথ্য কেন্দ্র থেকে পরীক্ষার্থীদের অভিভাবকদের এই প্রশ্নপত্র সরবরাহ করা হয়।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে শনিবার এক ভর্তি পরীক্ষার্থী ও তার বাবাসহ মোট ছয় জনকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাঁদের দুই দিনের করে রিমান্ডে পাঠানো হয়।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নিরাপত্তা কর্মকর্তা ছয়জনের নামোল্লেখসহ আরও বেশ কয়েকজনকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেন। ডিজিটাল নিরাপত্তা আইনের ২২ ও ২৩ নম্বর ধারা ও পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে এই মামলা দায়ের করা হয়। এতে বলা হয়, পরীক্ষা শুরুর আগে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস করা হয়েছে।

Loading...