loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

ক্রিকেট বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে


ক্রিকেট বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে

ইংল্যান্ড ও ওয়েলস-এ অনুষ্ঠেয় আইসিসি ২০১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে এসেছে। পাকিস্তান থেকে বুধবার (১৭ অক্টোবর) সকাল ১০ টায় শের-ই-বাংলা জাতীয় ক্রি‌কে‌ট স্টেডিয়ামে এসে পৌঁছায় স্বপ্নের বিশ্বকাপ ট্রফিটি।

সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় ক্রি‌কে‌ট অ্যাকাডেমির সামনে সেটি উন্মোচন করেন বাংলাদেশ ক্রি‌কে‌ট বোর্ডের প্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু। ট্রফি উন্মোচন শেষে ফটো সেশনে অংশ নেন ইউনিসেফের তত্ত্বাবধায়নে সুবিধাবঞ্চিত শিশুরা। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

আগামী ১৮ অক্টোবর সর্বসাধারণের প্রদর্শনের জন্য রাজধানীর যমুনা ফিউচার পার্কে রাখা হবে। ১৯ অক্টোবর ট্রফি চলে যাবে সিলেটে। সিলেট জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তা সর্বসাধারণের প্রদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। ২০ অক্টোবর সেখান থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ট্রফি নিয়ে যাওয়া হবে। এর পরেেদিন বাংলাদেশ থেকে নেপাল ভ্রমণে যাবে ট্রফি। 

গত ২৭ অগাস্ট ভ্রমণে বের হয়েছে বিশ্বকাপ ট্রফি। নয় মাসে ২১টি দেশের ৬০টি শহর সফর করবে এটি। বাংলাদেশ শেষে নেপাল, ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, রুয়ান্ডা, নাইজেরিয়া, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও জার্মানি হয়ে আগামী ১৯ ফেব্রুয়ারি ইংল্যান্ডে পৌঁছাবে ট্রফি।

Loading...