loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

টেস্ট র‍্যাংকিংয়ে অস্ট্রেলিয়ার আরও পতন


টেস্ট র‍্যাংকিংয়ে অস্ট্রেলিয়ার আরও পতন

গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে মন্দ সময় কাটাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে ৩৭৩ রানের বিশাল পরাজয়ের পরে সাদা পোশাকে অজিদের পতন চোখে পড়ার মতো। সর্বকালের সেরা দলটি টেস্ট র‍্যাংকিংয়ে তিন থেকে একেবারে পাঁচে নেমে গেলো! 

এবারের আরব আমিরাত সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০তে হারলো টিম পেইনের দল। দুবাইতে প্রথম টেস্টে বীরোচিত ব্যাটিংয়ে ম্যাচ ড্র করলেও আবুধাবিতে অন্যরকম নৈপুণ্যের পরিচয় দিলো দলটি।

দ্বিতীয় টেস্ট শুরুর আগে টেস্ট র‍্যাংকিংয়ে তিন নম্বর ছিলো অস্ট্রেলিয়া। অজিদের উপরে ছিলো ভারত ও দক্ষিণ আফ্রিকা। তবে আবুধাবি টেস্টের পরে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে জায়গা ছেড়ে দিয়ে নেমে যেতে হলো পাঁচ নম্বরে।

এদিকে এই টেস্টে পাকিস্তান নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় জয় তুলে নিয়েছে। অবশ্য টেস্ট র‍্যাংকিংয়ে ভাগ্য ফেরেনি তাঁদের। আগের সপ্তমস্থানেই আছে সরফরাজ আহমেদ ও তাঁর দল।

অস্ট্রেলিয়ার এর পরের অ্যাসাইন্টমেন্ট টেস্ট র‍্যাংকিংয়ে শীর্ষ থাকা ভারতের বিপক্ষে। আগামী ৬ ডিসেম্বর থেকে নিজেদের মাঠ অ্যাডিলেডে নামবে দু’দল।

অন্যদিকে পাকিস্তান আমিরাতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে। প্রথম টেস্ট শুরু হবে ১৬ নভেম্বর।

সর্বশেষ আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষ ১০ দল: 

ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, জিম্বাবুয়ে।

Loading...