loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

গুগল ডুডলে শামসুর রাহমান


গুগল ডুডলে শামসুর রাহমান

আজ বাংলাদেশ থেকে ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগলে প্রবেশ করতে গেলেই একটি ছবি ভেসে আসছে প্রথম পাতায়। সবুজ পাঞ্জাবি পরা একজন লিখছেন। পেছনে সুবিস্তৃত আকাশে সাদা মেঘের ভেলা। এই ছবিটি স্মরণ করিয়ে দেয় আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী একজন কবিকে। তিনি হলেন শামসুর রাহমান। আজ তাঁর ৮৯তম জন্মদিন।

সাদা চুল, চোখে চশমা, হাতে ঘড়ি- এক হাত গালে দিয়ে আরেক হাতে লিখছেন কবি। ছবিটিতে ক্লিক করলে তা চলে যায় শামসুর রাহমানের সার্চের পাতায়। সামনে চলে আসে কবি সম্পর্কে বিভিন্ন তথ্য।

১৯২৯ সালের এই দিনে শামসুর রাহমান জন্মেছিলেন পুরনো ঢাকার মাহুতটুলিতে। নানার বাড়িতে জন্ম নেওয়া কবির পৈত্রিক বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলী গ্রামে। তেরোজন ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। 

ঢাকায় বেড়ে উঠা এই কবির লেখায় উঠে এসেছে নাগরিক জীবন-কথা। তাঁর কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে: প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে (১৯৬০), রৌদ্র করোটিতে (১৯৬৩), বিধ্বস্ত নীলিমা (১৯৬৭), বন্দী শিবির থেকে (১৯৭২), দুঃসময়ে মুখোমুখি (১৯৭৩), ফিরিয়ে নাও ঘাতক কাঁটা (১৯৭৪), এক ধরনের অহংকার (১৯৭৫), আমি অনাহারী (১৯৭৬), বাংলাদেশ স্বপ্ন দেখে (১৯৭৭), ইকারুসের আকাশ (১৯৮২), উদ্ভট উটের পিঠে চলেছে (১৯৮৩) প্রভৃতি।

এছাড়াও রয়েছে, যে অন্ধ সুন্দরী কাঁদে (১৯৮৪), অস্ত্রে আমার বিশ্বাস নেই (১৯৮৫), ধুলায় গড়ায় শিরস্ত্রাণ (১৯৮৫), দেশদ্রোহী হতে ইচ্ছে করে (১৯৮৬), সে এক পরবাসে (১৯৯০), খণ্ডিত গৌরব (১৯৯২), মানব হৃদয়ে নৈবদ্য সাজাই (১৯৯৬), সৌন্দর্য আমার ঘরে (১৯৯৮), ভগ্নস্তূপে গোলাপের হাসি (২০০২), গোরস্থানে কোকিলের করুণ আহ্বান (২০০৫), না বাস্তব না দুঃস্বপ্ন (২০০৬) ইত্যাদি।

বিশিষ্ট ব্যক্তি বা বিশেষ ঘটনাকে স্মরণ করতে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল এর প্রথম পাতায় নিয়মিত পরিবর্তন আনে। স্কেচের মাধ্যমে তুলে ধরে বিভিন্ন তথ্য, স্মরণ করে কোনো বিশেষ ব্যক্তিত্বকে। অবশ্য দেশভেদে ভিন্ন হয় তাঁদের আয়োজন।

Loading...