loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

চিত্রনায়িকা পূর্ণিমা হাসপাতালে


চিত্রনায়িকা পূর্ণিমা হাসপাতালে

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। বুধবার (২৪ অক্টোবর) রাতে পূর্ণিমার স্বামী আহমেদ ফাহাদ জামালের এক ফেইসবুক স্ট্যাটাস থেকে এ-তথ্য জানা গেছে।

তিনি জানান, ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হলে পূর্ণিমাকে হাসপাতালে ভর্তি করা হয়। দুদিন তিনি আইসিইউতে ছিলেন। চিকিৎসকেরা অন্তত দুই সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন তাঁকে। স্ত্রী পূর্ণিমার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফাহাদ জামাল।

১৯৯৮ সালে বড় পর্দায় অভিনয়ে আসেন পূর্ণিমা। প্রথম ছবিতে সফলতা না-পেলেও আস্তে আস্তে ঢালিউডের অন্যতম সেরা নায়িকা হয়ে উঠেন এই অভিনেত্রী।

‘মনের মাঝে তুমি’, ‘হৃদয়ের কথা’, ‘প্রেমের নাম বেদনা’, ‘ছোট্ট একটু ভালোবাসা’, ‘আকাশছোঁয়া ভালোবাসা’, ‘সুলতান’, ‘শাস্তি’, ‘শুভা’, ‘মেঘের পরে মেঘ’, ‘স্বামী-স্ত্রীর যুদ্ধ’, ‘পিতামাতার আমানত’ ‘মাটির ঠিকানা’, ‘সাথী তুমি কার’, ‘সবাই তো ভালোবাসা চায়’, ‘মায়ের জন্য পাগল’, ‘মাটির ঠিকানা’সহ বেশ কিছু ভালো মানের ছবিতে অভিনয় করে প্রশংসিত হন পূর্ণিমা।

Loading...