loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতলো পাকিস্তান


অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতলো পাকিস্তান

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে ১১ রানে হারিয়েছে পাকিস্তান। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করেছে সরফরাজবাহিনী।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুক্রবার (২৬ অক্টোবর) টসে জিতে ব্যাটিং বেছে নেয় পাকিস্তান। ব্যাটিংয়ের শুরুটা কিছুটা ধীরেই করেন দুই পাকিস্তানি ওপেনার। বাবর আজম ৪৪ বলে তিনটি চারে করেন ৪৫ রান। আরেক ওপেনার ফখর জামান ১২ বল খেলে ১১ রান করে কোল্টার নাইলের বলে বিদায় নেন।

পাকিস্তান ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ এসেছে মোহাম্মদ হাফিজের ব্যাট থেকে। ৩৪ বলে দুইটি ছক্কা আর তিনটি চারে ৪০ রানের এই ইনিংসে ভর করেই শেষ পর্যন্ত ছয় উইকেট হারিয়ে ১৪৭ রানের সংগ্রহ পায় পাকিস্তান।

১৮ রান খরচে তিন উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার বোলিংয়ে নেতৃত্ব নাথার কোল্টার নাইল। ৩৬ রানে তিন উইকেট নিয়েছেন বিলি স্ট্যানলেক।

জবাবে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। প্রথম তিন ব্যাটসম্যানের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। মাঝে শন মার্শকে (২১) নিয়ে কিছুটা লড়াই করেন গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু ৩৭ বলে চারটি চার আর দুইটি ছক্কায় তাঁর ৫২ রানের ইনিংসটি দলের পরাজয় ঠেকাতে পারেনি। আট উইকেট হারিয়ে ১৩৬ রানে শেষ হয় অজিদের ইনিংস আর ১১ রানের জয় পায় পাকিস্তান।

দুইটি উইকেট করে নিয়েছেন পাকিস্তানের শাদাব খান ও শাহিন শাহ আফ্রিদি। একটি করে উইকেট পেয়েছেন হাফিজ ও ইমাদ ওয়াসিম।

এই জয়ে সিরিজ জেতা হয়ে গেছে পাকিস্তানের। এর আগে টেস্ট সিরিজেও অজিদের ১-০ ব্যবধানে পরাজিত করেছিল দলটি।

সিরিজের বাকি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী রোববার (২৮ অক্টোবর) দুবাইয়ে।

Loading...