loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

৯৯তম এটিপি শিরোপা জিতেছেন ফেদেরার


৯৯তম এটিপি শিরোপা জিতেছেন ফেদেরার

বাসেলে সুইস ইনডোর টেনিসের শিরোপা জিতেছেন রজার ফেদেরার। রোববার (২৮ অক্টোবর) ফাইনালে তিনি রোমানিয়ান বাছাইকৃত ম্যারিয়াস কোপিলকে ৭-৬ (৭/৫), ৬-৪ গেমে পরাজিত করে শিরোপা জয়ের করেন। এর মাধ্যমে সুইস সুপারস্টার তাঁর ক্যারিয়ারের ৯৯তম এটিপি শিরোপা জিতলেন। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

এই নিয়ে ঘরের কোর্টে এই প্রতিযোগিতার নবম শিরোপা জিতলেন ফেদেরার। যদিও এই ম্যাচে জয়ী হতে তাঁকে বেশ বেগ পেতে হয়েছে। দুই সেটের শুরুতেই ব্রেক পয়েন্ট আদায় করে নিয়েছিলেন কোপিল।

ম্যাচ শেষে ফেদেরার বলেছেন, ‘‘এটা আমার জন্য দারুণ একটি সপ্তাহ ছিল। পুরো সপ্তাহটা স্বপ্নের মতো কেটেছে। নবম শিরোপা আমার কাছে অনেক কিছু। এছাড়াও একই জায়গায় দীর্ঘদিন ধরে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখাও দারুণ বিষয়। হতে পারে এটা ভিন্ন একটি ফাইনাল ছিল, হতে পারে অন্য সব ফাইনালের তুলনায় এবার আমাকে একটু বেশি কষ্ট করতে হয়েছে। কিন্তু যেকোন জয়ই আত্মবিশ্বাস যোগায়। এই জয়ের মাধ্যমে লন্ডনে নিজের সেরাটা দিতে পারবো বলেই আশা করছি।’’

এই ফাইনাল জয়ের মধ্য দিয়ে টানা ২০টি ম্যাচ জয়ের রেকর্ড গড়লেন ফেদেরার। বাসেলে এবার নিয়ে টানা ১২টি ফাইনালে খেললেন ফেড এক্স। এই মৌসুমে অস্ট্রেলিয়ান ওপেন, রটারডাম ও স্টুটগার্টের পর এটি নিয়ে চতুর্থ শিরোপা জিতলেন তিনি।

ফেদেরারের বিপক্ষে ফাইনালে খেলা ছিল ৯৩ র‌্যাঙ্কধারী কোপিলের ক্যারিয়ারের সবচেয়ে বড় ম্যাচ। ফাইনালের আসার পথে তিনি হারিয়েছেন ষষ্ঠ বাছাই মারিন সিলিচ, তৃতীয় বাছাই আলেক্সান্দার জেভরেভের মতো তারকাদের।

Loading...