loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে

  • সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল

  • আর্সেনালকে বিদায় করে সেমিতে বায়ার্ন

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

উইকেট কিপিংয়ে ফিরছেন মুশি?


উইকেট কিপিংয়ে ফিরছেন মুশি?

দক্ষিণ আফ্রিকায় পচেফস্ট্রম টেস্ট থেকে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে কিংস্টন  - এই ছয় টেস্টে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলেছিলেন মুশফিকুর রহিম। উইকেট কিপিংয়ের ভার কমিয়ে ব্যাটসম্যান মুশফিককে নির্ভার রাখতে চেয়েছিল বাংলাদেশ দল। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্ট দিয়ে আবার কিপিং গ্লাভস ফিরে পাচ্ছেন তিনি।

মুশির কিপিংয়ে ফেরার ইঙ্গিত ছিল জিম্বাবুয়ের বিপক্ষে দল ঘোষণার পরই। ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশেষজ্ঞ কিপার হিসেবে খেলা নুরুল হাসান সোহানকে এবার দলে রাখা হয়নি। অবশ্য উইকেট কিপিং করতে পারেন এমন আরও দুজন আছেন স্কোয়াডে।

ওপেনিংয়ে লিটন দাস শুধুই ব্যাটসম্যান হিসেবে বিবেচিত হওয়ায় তাঁকে দিয়ে কিপিং করানোর কথা ভাবছে না দল। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই লিটন ওপেনিংয়ে খেলছেন। তামিম ইকবাল না থাকায় এবারও ইমরুল কায়েসকে নিয়ে তিনিই নামবেন শুরুতে। লিটনের উইকেটের পেছনে দাঁড়ানোর অবস্থা তাই ছিলনা, এবং এখনো নেই।

দলে থাকা মোহাম্মদ মিঠুন সে-জায়গায় মেটাতে পারতেন চাহিদা। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত উইকেট কিপার তিনি। তবে টাইগারদের নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন শুধু ব্যাটসম্যান হিসেবেই রাখা হয়েছে মিঠুনকে। তাছাড়া একজন বাড়তি বোলার খেলালে মিঠুনের একাদশে জায়গা পাওয়াই কঠিন হবে।

সাকিব আল হাসান না থাকায় একজন বাড়তি বোলার বা ব্যাটসম্যান এমনিতেই খেলাতে হবে। আরও একজন উইকেট কিপার কাম ব্যাটসম্যান রাখার জায়গা তাই নেই। ফলে কিপিং গ্লাভস নিয়ে মুশিই ফিরছেন তাঁর পুরনো স্থানে।

জানা গেছে, মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সময় নিয়ে উইকেট কিপিং অনুশীলন করেছেন মিস্টার ডিপেন্ডবল। জিম্বাবুয়ের বিপক্ষে উইকেটের পেছনে থাকছেন মুশফিক - এটি হাবিবুলই নিশ্চিত করেছেন বলে সংবাদ প্রকাশিত হয়েছে।  

মুশফিক নিজে বরাবরই পরতে চেয়েছেন কিপিং গ্লাভস। এখন সময়ের দাবিতেই ছয় টেস্ট পর কিপিং গ্লাভস ফিরে পাচ্ছেন তিনি।

Loading...