loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

টোটেনহ্যামের সঙ্গে ডেলে আলির চুক্তির মেয়াদ বৃদ্ধি


টোটেনহ্যামের সঙ্গে ডেলে আলির চুক্তির মেয়াদ বৃদ্ধি

ইংলিশ ক্লাব টোটেনহ্যাম হটস্পারের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিলেন ফুটবলার ডেলে আলি। প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে আরো ছয় মৌসুমের চুক্তি করেছেন তিনি। ২০১৫ সালে এমকে ডনস থেকে স্পার্সে যোগ দেয়া আক্রমণভাগের এই খেলোয়াড়ের নতুন চুক্তির অনুযায়ী তিনি ২০২৪ সাল পর্যন্ত টোটেনহ্যামে কাটাবেন। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

২২ বছর বয়সী আলি ইংল্যান্ড জাতীয় দলে হ্যারি কেইনের সঙ্গে আক্রমণভাগে খেলে সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। ফলে দ্রুত ক্লাবের মূল একাদশে প্রায় স্থায়ী আসন পেয়ে যান তিনি। এ-পর্যন্ত স্পার্সের হয়ে ১৫৩টি খেলায় অংশ নিয়ে তাঁর গোল সংখ্যা ৪৮। এর মধ্যে চলতি মৌসুমে রয়েছে দু’টি গোল।

নিজের ইনস্টাগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে আলি বলেছেন, ‘‘২০২৪ সাল পর্যন্ত নতুন চুক্তিতে স্বাক্ষর করে আমি আনন্দিত। এ-জন্য ক্লাবের চেয়ারম্যান, কোচ, স্টাফ ও সমর্থকসহ সবাইকে একটি বড়সড় ধন্যবাদ জানাতে চাই। এই দলটিকে আমি খুব ভালোবাসি। সুন্দর আগামীর জন্য আমি এখন মুখিয়ে আছি।’’

আগের চুক্তি অনুযায়ী ২০২২ সাল পর্যন্ত টোটেনহ্যামে থাকার কথা ছিল আলির। প্রায় একমাসের আঘাতজনিত ছুটি কাটিয়ে গত সোমবার দলে ফেরেন তিনি। ম্যানচেস্টার সিটির সঙ্গে ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচে বদলী হিসেবে শেষ ১৫ মিনিটের জন্য মাঠে নামানো হয় তাঁকে।

Loading...