loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

  • নড়াইলে ১৫ দিনব্যাপী ‘সুলতান মেলা’ শুরু

  • চেল্সির ছয় গোলে জয়ের ম্যাচে পামার চার গোল

  • ক্যালিয়ারির সাথে ড্র করে ইন্টারের পয়েন্ট নষ্ট

  • বায়ার্ন রাজত্বের অবসান ঘটিয়ে লেভাকুজেনের বুন্দেসলিগা জয়

ইউভেন্টাসে ৬০ বছর আগের রেকর্ড ছুঁলেন রোনাল্ডো


ইউভেন্টাসে ৬০ বছর আগের রেকর্ড ছুঁলেন রোনাল্ডো

গত গ্রীষ্মের দলবদলে স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডো যখন ইউভেন্টাসে যোগ দেন - তখন চোখ কপালে তুলেছিলেন অনেকেই। ইটালির এই ক্লাবে সিআর সেভেন কতটা জ্বলে উঠতে পারবেন সেটা নিয়ে সংশয় ছিল প্রায় সবার মনে।

যাহোক, সব শঙ্কা কাটিয়ে, সমালোচকদের ভুল প্রমাণ করে দুর্দান্ত সব গোল উপহার দিয়ে চলেছেন রোনাল্ডো। মাত্র ১০টি লিগ ম্যাচে মাঠে নেমে ইউভেন্টাসের ৬০ বছরের পুরনো রেকর্ডে ভাগ বসিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবল তারকা।

ইউভেন্টাসে আসার পরে ইতোমধ্যে সাত গোল করেছেন পর্তুগিজ সুপারস্টার রোনাল্ডো। তাঁর আগে ইউভেন্টাসের পক্ষে লিগে প্রথম ১০ ম্যাচে সাত গোল করেছিলেন জন চার্লস। ১৯৫৭-১৯৫৮ মৌসুমের ঘটনা সেটি। চার্লস সেই মৌসুম শেষ করেছিলেন ২৮ গোল নিয়ে। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

সিরি আ লিগে রেকর্ড সংখ্যকবার শিরোপা জয়ী ইউভেন্টাসের হয়ে অনেক বড় বড় তারকা ফুটবলার খেলে গেছেন। গঞ্জালো হিগুয়াইন, কার্লোস তেভেজ, আলেসান্দ্রো ডেল পিয়েরো, ফিলিপ্পো ইনজাঘি, জ্লাটান ইব্রাহিমোভিচ, ডেভিড ত্রেজেগের মতো খেলোয়াড় রয়েছেন এই তালিকায়। তবে কেউই প্রথম ১০ ম্যাচে সাত গোল করতে পারেননি। হিগুয়াইন, তেভেজ, ইনজাঘি করেছিলেন ছয় গোল করে। ডেল পিয়েরো, ইব্রাহিমোভিচ, ত্রেজেগে ১০ লিগ ম্যাচে পাঁচবার করে গোলরক্ষককে পরাস্ত করতে পেরেছিলেন।

এর আগে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৩৮টি ম্যাচে মাঠে নেমে ৪৫০ বার জাল ছুঁয়েছেন রোনাল্ডো। ইউভেন্টাসের জার্সিতেও এই গোলমেশিন তাঁর এমন নৈপুণ্য ধরে রাখতে পারবেন বলে বিশ্বাস রোনাল্ডো-ভক্তদের।

Loading...