loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

ঘরে ফিরে জয় পেলেন না ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড


ঘরে ফিরে জয় পেলেন না ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড

ইংল্যান্ডের চেলসি ফুটবল ক্লাবের কিংবদন্তি তিনি। খেলেছেন টানা ১৩ বছর। এবার স্ট্যামফোর্ড ব্রিজে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড ফিরলেন প্রতিপক্ষ হয়ে। অবশ্য খেলোয়াড় নয়, কোচ হয়ে। ইংল্যান্ডের দ্বিতীয় সারির দল ডার্বি কাউন্টির প্রধান কোচ লিগ কাপের ম্যাচে শিষ্যদের নিয়ে এলেন তাঁর সাবেক ক্লাবের মাঠে। খেলায় ৩-২ ব্যবধানে হেরে গেছে তাঁর দল।

বুধবার (৩১ অক্টোবর) চতুর্থ রাউন্ডের এই ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো ডার্বি। কিন্তু ল্যাম্পার্ডের দুইজন শিষ্য করে বসেন আত্মঘাতী গোল। যদিও দু’বারই তা শোধ হয়। কিন্তু সেস ফেব্রেগাসের গোলে জয় নিয়েই মাঠ ছেড়েছে চেলসি।

পঞ্চম মিনিটে ফিকায়ো টোমারির আত্মঘাতী গোলে এগিয়ে যায় চেলসি। নবম মিনিটে জ্যাক ম্যারিওটের গোলে সমতায় ফেরে ডার্বি। ২১ মিনিটে ফের আত্মঘাতী গোল করে দলটি। এবারের খলনায়ক রিচার্ড কেওঘ। ২৭ মিনিটে মানসম্মান বাঁচান মার্টিন ওয়াঘহর্ন। ফেব্রেগাস ৪১ মিনিটে গোল করে চেলসিকে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে আর কোনাে গােল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে চেলসি।

দিনের অন্য ম্যাচে নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ব্ল্যাকপুলকে ২-১ গোলে হারিয়েছে আর্সেনাল।

Loading...